বাংলাদেশে কাজ করে আরও ‘পরিণত’ ম্যাকেঞ্জি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2020 05:37 PM BdST Updated: 11 Sep 2020 06:10 PM BdST
বাংলাদেশ দলের সঙ্গে দুই বছর কাজ করে কোচ হিসেবে আরও সমৃদ্ধ হয়েছেন বলে মনে করছেন নিল ম্যাকেঞ্জি। নিজেকে এখন আরও পরিণত ভাবছেন দক্ষিণ আফ্রিকার উঠতি ক্রিকেটারদের ব্যাটিং দেখভালের দায়িত্ব পাওয়া এই কোচ।
২০১৮ সালের জুলাইয়ে সীমিত ওভারের ক্রিকেটের জন্য বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেন ম্যাকেঞ্জি। কাজ দিয়ে খুব দ্রুতই নিজেকে প্রমাণ করেন এই দক্ষিণ আফ্রিকান। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, লিটন দাসসহ দলের আরও অনেক ক্রিকেটার ও দল সংশ্লিষ্টরা নানা সময়েই তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
গত ২১ অগাস্টে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেন ম্যাকেঞ্জি। এরপর বৃহস্পতিবার তাকে হাই পারফরম্যান্স ম্যানেজমেন্টে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
দুই দফায় দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা ম্যাকেঞ্জি আবারও নিজে দেশের হয়ে কাজ করার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত। একই সঙ্গে জানান, বাংলাদেশে কাজ করে এখন তিনি বেশ পরিপক্ব।
“কোচ হিসেবে আমি আরও কিছুটা পরিণত হয়ে এসেছি। বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতাটি দারুণ ছিল। তবে দক্ষিণ আফ্রিকায় ফেরা এবং ভালো কিছু অবদান রাখার চেষ্টা করার সুযোগ পাওয়া সত্যিই দারুণ।”
“রোমাঞ্চকর একটি কোচিং গ্রুপের অংশ হতে যাচ্ছি আমি, অনূর্ধ্ব-১৯ থেকে ক্রিকেটারদের জাতীয় দলের জন্য গড়ে তোলার পুরো প্রক্রিয়া দেখভাল করব। মূলত ব্যাটিং নিয়েই কাজ করব আমি। ছেলে ও মেয়েদের দল মিলিয়ে সব সংস্করণেই এই ব্যাটিং ইউনিট বেশ অনভিজ্ঞ।”
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রায় ৯ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ম্যাকেঞ্জি। ডানহাতি এই ব্যাটসম্যান খেলেছেন ৫৮ টেস্ট ও ৬৪ ওয়ানডে। ৭ সেঞ্চুরি ও ২৬ হাফ সেঞ্চুরিতে রান করেছেন প্রায় ৫ হাজার।
ম্যাকেঞ্জি নতুন দায়িত্বে নিয়োগ পাওয়ার পরপরই অবশ্য দক্ষিণ আফ্রিকার বোর্ডে সরকারের হস্তক্ষেপের খবর এসেছে। তাতে তার চাকরি অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে কিনা, সেটি নিয়ে কিছু জানা যায়নি।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!