নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি

নতুন দায়িত্ব নিলেন নিল ম্যাকেঞ্জি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হাই পারফরম্যান্স ম্যানেজমেন্টে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক ব্যাটিং পরামর্শক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 12:41 PM
Updated : 10 Sept 2020, 12:41 PM

দক্ষিণ আফ্রিকান বোর্ড বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে ম্যাকেঞ্জিসহ সাত জনকে হাই পারফরম্যান্স ম্যানেজমেন্টে নিয়োগ দেওয়ার কথা জানায়। যারা দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ ও নারী দলের কোচিং স্টাফের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

গত মাসে পারিবারিক কারণে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের পদ ছাড়েন ম্যাকেঞ্জি। সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ২০১৮ সালের জুলাইয়ে এই দায়িত্ব নিয়েছিলেন। খুব দ্রুতই তিনি প্রমাণ করেন কার্যকারিতা। তামিম ইকবাল, মাহমুদউল্লাহসহ দলের আরও অনেক ক্রিকেটার ও দল সংশ্লিষ্টরা নানা সময়ই তার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন।

প্রায় ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট ও ৬৪ ওয়ানডে খেলেছেন ম্যাকেঞ্জি। পরে দুই দফায় কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে।