বলে স্যানিটাইজার লাগানোর অভিযোগে বিপদে বোলার

করোনাভাইরাস পরিস্থিতিতে বলে লালার ব্যবহার নিষিদ্ধ। মিচেল ক্লেডন এজন্যই হয়তো ভেবেছিলেন, স্যানিটাইজার ব্যবহার করলে কেমন হয়! বলে হ্যান্ড স্যানিটাইজার লাগানোর অভিযোগে এই পেসারকে বরখাস্ত করেছে তার কাউন্টি দল সাসেক্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2020, 10:07 AM
Updated : 6 Sept 2020, 10:07 AM

গত ২২ থেকে ২৫ অগাস্ট বব উইলিস ট্রফির ম্যাচে ক্লেডন এই কাণ্ড করেছিলেন বলে অভিযোগ। ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন ৩৭ বছর বয়সী এই পেসার। সারের বিপক্ষে সামনের ম্যাচের জন্য সাসেক্সের স্কোয়াড ঘোষণার সময় জানানো হয় ক্লেডনকে বরখাস্ত করার খবর। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত থাকবেন তিনি।

ক্লেডনের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। তবে ব্রিটিশ পাসপোর্ট থাকায় ইয়র্কশায়ারে নাম লিখিয়ে ইংল্যান্ডে চলে আসেন ২০০৫ সালে। ওই বছরই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক তার। দীর্ঘ ক্যারিয়ারে ইয়র্কশায়ার ও সাসেক্স ছাড়াও খেলেছেন ডারহাম ও কেন্টে। নিউ জিল্যান্ডে খেলেছেন কেন্টারবুরির হয়ে। ১১২টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ৩১০টি।