আইপিএলে নেই হরভজনও

আইপিএল শুরুর আগে আরেকটি ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। সুরেশ রায়নার পর ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হরভজন সিং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2020, 12:57 PM
Updated : 4 Sept 2020, 12:57 PM

৪০ বছর বয়সী এই ভারতীয় অফ স্পিনার শুক্রবার বিকেলে টুইট বার্তায় জানান, ব্যক্তিগত কারণে এবারের আইপিএলে খেলবেন না তিনি।

অগাস্টের মাঝামাঝি চেন্নাইয়ে দলটির ছয় দিনের কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন না হরভজন। ২১ অগাস্ট দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতেও যাননি তিনি। ১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার।

২০১৮ সালে চেন্নাইয়ে নাম লেখানো হরভজন দলটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৪ ম্যাচ, উইকেট নিয়েছেন ২৩টি। শিরোপা জিতেছেন একবার, আরেকবার ফাইনালে উঠে হেরেছেন।

গত শনিবার ব্যক্তিগত কারণে আরব আমিরাত থেকে দেশে ফিরে যান চেন্নাইয়ের বাঁহাতি ব্যাটসম্যান রায়না। এর আগে করোনাভাইরাস পরীক্ষায় দুই ক্রিকেটারসহ ফ্র্যাঞ্চাইজিটির ১৩ জনের ফল পজিটিভ আসে। বাকিরা শুক্রবার অনুশীলন শুরু করেছে।

ভারতে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় এবারের আইপিএল সরিয়ে নেওয়া হয় আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে আসরটি।