সাময়িকভাবে বন্ধ ক্রিকেটারদের অনুশীলন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2020 11:47 PM BdST Updated: 04 Sep 2020 12:02 AM BdST
ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সূচি দেওয়া ছিল শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার রাতে জানা গেল, আপাতত কয়েকদিন বন্ধ থাকবে অনুশীলন। ক্রিকেটারদের অনুশীলনে থাকা সাপোর্ট স্টাফদের কয়েক জনের করোনাভাইরাসের উপসর্গ দেখা গেছে। একজন ট্রেনারের করোনাভাইরাস শনাক্তও হয়েছে। সতর্কতা হিসেবেই তাই বন্ধ করে দেওয়া হয়েছে অনুশীলন।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি অবশ্য খুব দুর্ভাবনার কিছু দেখছেন না বলেই জানালেন।
“ক্রিকেটাররা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছিল। আমাদের মেডিকেল প্রটোকলেই ছিল, এই ধরনের কোনো সমস্যা হলে অনুশীলন বন্ধ রাখা হবে। সেটিই করা হয়েছে। সাবধানতার জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে অনুশীলন।”
এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগে ১৮ সেপ্টেম্বর নাগাদ করোনাভাইরাস পরীক্ষা শেষে সবার হোটেলে ওঠার কথা। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা দলীয় অনুশীলন। তার আগে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।
শুরুতে শুধু ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হয়েছিল অনুশীলন পর্ব। এরপর ক্রমে যোগ হয়েছে ব্যাটিং-বোলিং। গত সোমবার থেকে শুরু হয়েছিল সেন্টার উইকেটে অনুশীলন। একক অনুশীলন থেকে তিন-চার জনের গ্রুপ করেও দেওয়া হয়েছিল। আপাতত সবকিছু গেল থমকে।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’