লাল-সাদায় মেহেদি রানার প্রস্তুতি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2020 08:48 PM BdST Updated: 02 Sep 2020 08:48 PM BdST
গত বিপিএলে চমক জাগানিয়া পারফরম্যান্স। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ শুরু। সব মিলিয়ে সাদা বলের ক্রিকেটে সম্ভাবনাময় একজন হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন মেহেদি হাসান রানা। করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ হওয়ায় থমকে সেই অগ্রযাত্রা। বিরতি শেষে মাঠে ফিরে এখন তার চাওয়া লাল-সাদায় নিজের জগত রাঙানো। এই বাঁহাতি পেসার জানালেন, নিজেকে তৈরি করছেন সব সংস্করণের জন্য।
দেশের ক্রিকেটে মেহেদি রানার পদচারণা কয়েক বছরের হলেও পাদপ্রদীপের আলোয় আসেন গত বিপিএলে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখান কয়েক ম্যাচে। সব মিলিয়ে টুর্নামেন্টে ১০ ম্যাচে নিয়েছিলেন ১৮ উইকেট। পরে ঢাকা প্রিমিয়ার লিগে তাকে দলে নেয় আবাহনী লিমিটেডের মতো বড় দল। লিগের প্রথম ম্যাচে নেন ৪ উইকেট। এরপরই বন্ধ হয়ে যায় খেলা।
করোনাভাইরাসের বিরতি শেষে প্রথম দিকে যারা শুরু করেছিলেন অনুশীলন, মেহেদি রানা তাদেরই একজন। ২৩ বছর বয়সী পেসারকে নিয়মিতই দেখা যাচ্ছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঘাম ঝরাতে।
বিপিএল, ঢাকা লিগে পারফরম্যান্স, তার বোলিংয়ের ধরন ও শক্তির জায়গা, সবকিছু মিলিয়ে সীমিত ওভারের ক্রিকেটের জন্যই তাকে মনে করা হয় বেশি উপযোগী। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বড় দৈর্ঘ্যের ক্রিকেটেই। রেকর্ড অবশ্য খুব ভালো নয়, ২৭টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট ৬৪টি।
এজন্য লাল বলের ক্রিকেট নিয়ে কাজ করে চলেছেন তিনি। জাতীয় দলে এখনও ডাক পাননি। অপেক্ষায় আছেন সুযোগের। মিরপুরে অনুশীলন শেষে এই পেসার বললেন, সামনের শ্রীলঙ্কা সফরেও যদি সুযোগ না হয়, ভবিষ্যতে নিজের দাবি জানাতে চান ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে।
“বিপিএলের পরে অনেক বড় একটা বিরতি ছিল। ব্রেকের পরে আবার কামব্যাক করে ফিটনেস ফিরে পেতে ও বোলিং নিয়ে কাজ করছি। সাদা বলেও করছি, লাল বলেও করছি। যেখানে যেভাবে করার প্রয়োজন, সেভাবে করছি। লাল বলে যা যা করা দরকার, ওভাবে করছি। সাদা বলে বৈচিত্র্য, সুইং নিয়ে কাজ করছি। সবকিছু ভালো হচ্ছে।”
“আসলে আমি কাজ করে চলেছি, সাদা বল বা লাল বল ফ্যাক্ট নয়। যেখানেই সুযোগ পাই, সাদা বল বা লাল, দুই জায়গাতেই একইভাবে কাজ করে যেতে চাই। যদি এখানে সুযোগ না হয়, সামনে যে কোনো খেলা, প্রথম শ্রেণি বা অন্য যা কিছু বিসিবি আয়োজন করে, সেজন্য নিজেকে প্রস্তুত রাখছি।”
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
-
এবার পিটারসেনদের কাছে হার রফিকদের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি