টি-টোয়েন্টি ব্লাস্টে বাবরের সঙ্গে আফ্রিদি-ইমাদ

বাবর আজমের পর চলমান টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার সুযোগ মিলেছে শাহিন শাহ আফ্রিদি ও ইমাদ ওয়াসিমের। ইংল্যান্ডের ঘরোয়া এই টুর্নামেন্টে যথাক্রমে হ্যাম্পশায়ার ও নটিংহ্যামশায়ারের হয়ে খেলবেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2020, 02:22 PM
Updated : 2 Sept 2020, 02:22 PM

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে যাওয়া বাঁহাতি পেসার আফ্রিদিকে দলে নেওয়ার কথা বুধবার নিশ্চিত করেছে হ্যাম্পশায়ার। এর আগের দিন স্পিনিং অলরাউন্ডার ইমাদকে যুক্ত করার কথা জানায় নটিংহ্যামশায়ার।

গ্রুপ পর্বের বাকি সাত ম্যাচ এবং দল নক-আউট পর্বে উঠলে সেখানেও খেলবেন আফ্রিদি। সারের বিপক্ষে বৃহস্পতিবার অভিষেক হতে পারে তার।

গত আসরে ১০ উইকেট নেওয়া ইমাদের সঙ্গে অবশ্য এই মৌসুমের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি করেনি নটিংহ্যামশায়ার। বুধবারের ম্যাচের দলে তাকে রেখেছে ক্লাবটি। মাঠে নামলে ২৪ ঘণ্টায় দুটি টি-টোয়েন্টি খেলবেন এই অলরাউন্ডার।

সমারসেটের সঙ্গে একই দিনে যোগ দেওয়ার কথা বাবরের। থাকবেন ৪ অক্টোবর পর্যন্ত। এই সময়ে লিগ পর্বে দলের শেষ সাত ম্যাচে বাবরকে পাবে তারা। দলটি নকআউট পর্বে উঠলে সেখানেও খেলবেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।