এক লাফে ১৫২ ধাপ এগোলেন ব্যান্টন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2020 05:55 PM BdST Updated: 02 Sep 2020 05:55 PM BdST
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পুরষ্কার পেয়েছেন টম ব্যান্টন। এই সংস্করণের ব্যাটসম্যানদের আইসিসি র্যাঙ্কিংয়ে এক লাফে ১৫২ ধাপ এগিয়েছেন ইংলিশ ওপেনার। সিরিজ সেরা মোহাম্মদ হাফিজও এগিয়েছেন বেশ কয়েক ধাপ।
১-১ সমতায় শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে এক ফিফটিতে ১৩৭ রান করা ব্যান্টন উঠেছেন ক্যারিয়ার সেরা ৪৩তম স্থানে। দুই ফিফটিতে ১৫৫ রান করে সিরিজ সেরা হওয়া হাফিজ আছেন ইংলিশ এই তরুণের ঠিক পরেই। ৬৮ থেকে ৪৪তম স্থানে উঠেছেন তিনি।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দাভিদ মালান ও জনি বেয়ারস্টোরও। গত নভেম্বরে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে ওঠা মালান সিরিজে এক ফিফটিতে ৮৪ রান করে ফিরেছেন সেরা পাঁচে। আর ইংলিশ কিপার-ব্যাটসম্যান এক ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ার সেরা ২২তম স্থানে।
পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খান সিরিজে ৫ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এক ধাপ, আছেন অষ্টম স্থানে। ইংল্যান্ডের টম কারান ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি যৌথভাবে জায়গা করে নিয়েছেন ২০ নম্বরে। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ওয়াহাব রিয়াজ ও হারিস রউফেরও।
কদিন আগে ছয় নম্বরে নেমে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়া বেলজিয়ামের শাহেরিয়ার বাট র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৩৫১ ধাপ, জায়গা করে নিয়েছেন ১০৫তম স্থানে।
ব্যাটসম্যান ও বোলারদের র্যাঙ্কিংয়ে যথাক্রমে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম ও আফগানিস্তানের রশিদ খান। অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই সবার ওপরে মোহাম্মদ নবি।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা