সিরিজ নিয়ে নিউ জিল্যান্ডের সঙ্গে বিসিবির ‘বোঝাপড়া’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2020 06:14 PM BdST Updated: 01 Sep 2020 06:36 PM BdST
ঠিক এই সময়ে বাংলাদেশ সফরে থাকার কথা ছিল নিউ জিল্যান্ড দলের। দুই দল ব্যস্ত থাকার কথা ছিল টেস্ট সিরিজ নিয়ে। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে সফরটি স্থগিত হওয়ার ঘোষণা আসে গত জুন মাসেই। সিরিজটি অবশ্য ভেস্তে যাচ্ছে না। আগামী বছরের মাঝামাঝি সিরিজ আয়োজন করা নিয়ে নিউ জিল্যান্ডের বোর্ডের সঙ্গে আলোচনা একরকম চূড়ান্ত হয়েছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।
করোনাভাইরাসের কারণে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও স্থগিত হয়ে গেছে। এছাড়াও স্থগিত হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফর।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি নতুন সূচিতে হতে যাচ্ছে আগামী মাসের শেষ দিকে। বাকি সিরিজগুলি নিয়েও বিসিবির প্রধান নির্বাহী আশার কথা শোনালেন মঙ্গলবার বিসিবিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে।
“আপনারা জানেন যে আমাদের ৪ টা সিরিজ স্থগিত হয়েছে; অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। এর বাইরে একটি টেস্ট বাকি আছে পাকিস্তানে। যেহেতু মাত্র একটি টেস্ট, তাই অল্প সময়ের একটা উইন্ডো দরকার হবে। এটা আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে ঠিক করব আশা রাখি।”

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি আইসিসি ওয়ানডে লিগের অন্তর্ভুক্ত বলে আশার জায়গা বেশি বলে মনে করছে বিসিবি। তবে অনিশ্চয়তা বেশি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে।
“আমরা চেষ্টা করব অস্ট্রেলিয়া সিরিজটি যে কোনো সুবিধাজনক সময়ে...আসলে আমরা প্রস্তুত থাকলেই তো হবে না, অস্ট্রেলিয়ার মতো একটা বড় দলের ফাঁকা সময়ের ব্যাপারও আছে। নির্ধারিত সময়ের মধ্যেই সিরিজটি কনফার্ম করতে হবে, আইসিসির যে নির্ধারিত সময়সীমা আছে।”
“এছাড়া আয়ারল্যান্ডে ওয়ানডে টুর্নামেন্টের (আইসিসি ওয়ানডে লিগ) খেলা, সেক্ষেত্রে আইসিসির সময়সীমা বর্ধিত করার একটা পরিকল্পনা রয়েছে। সেই বর্ধিত সময়সীমার মধ্যেই আমরা আশা করছি যে হয়তো শেষ করতে পারব।”
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’