‘তিন সংস্করণেই রান করতে ক্ষুধার্ত ওয়ার্নার’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2020 08:55 PM BdST Updated: 30 Aug 2020 09:33 PM BdST
মাসখানেক আগেও ক্যারিয়ার নিয়ে ডেভিড ওয়ার্নারের কণ্ঠে ছিল অনিশ্চয়তার সুর। কিন্তু মাঠে ফেরার সময় যখন সমাগত, সেসব ভাবনাও নাকি সরে গেছে দূরে। ওয়ার্নারের দীর্ঘদিনের মেন্টর ট্রেন্ট উডহিলের বিশ্বাস, তিন সংস্করণে খেলতেই মানসিকভাবে প্রস্তুত এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
ওয়ার্নারের অবসর ভাবনা ছিল মূলত কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে। বিভিন্ন নিয়ম মানা, কোয়ারেন্টিন, ‘বায়ো সিকিউর’ পরিবেশে দীর্ঘদিন থাকা, সব মিলিয়ে পরিবার থেকে এত সময় দূরে থাকার চেয়ে বরং অবসরের কথা ভাবতে পারেন বলে গত মাসে জানিয়েছিলেন তিনি।
করোনাভাইরাসের প্রকোপ শুরুর আগেও ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এক দফা ইঙ্গিত দিয়েছিলেন ওয়ার্নার, ২০২০ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বিদায় জানাতে পারেন ২০ ওভারের ক্রিকেটকে। তবে বর্তমান বাস্তবতায় বিশ্বকাপ গেছে পিছিয়ে। ঘরের মাঠে বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কথা ভাবলে ওয়ার্নারকে অপেক্ষা করতে হবে আরও দুই বছর।
তবে তাতে অবশ্য কোনো সমস্যা দেখছেন না উডহিল। আগামী শুক্রবার থেকে সাউথ্যাম্পটনে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ। তার আগে উডহিল জানালেন, ওয়ার্নারের ভবিষ্যৎ ভাবনায় আছে সব সংস্করণই।
“মানসিক দিক থেকে সে বরাবরের মতোই শক্ত অবস্থায় আছে এবং আগের মতোই আত্মবিশ্বাসী। সব সংস্করণেই আরও বেশি রান করতে সে ক্ষুধার্ত নয়, এমন কোনো ইঙ্গিত আমি পাইনি।”
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!