টি-টোয়েন্টিতে ছয় নম্বরে প্রথম সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2020 01:34 AM BdST Updated: 30 Aug 2020 01:34 AM BdST
আইসিসি সব দেশকে টি-টোয়েন্টি মর্যাদা দেওয়ার পর থেকে এই সংস্করণে হচ্ছে রেকর্ডের ছড়াছড়ি। আন্তর্জাতিক ক্রিকেট এবার দেখল নতুন এক বিশ্ব রেকর্ড; টি-টোয়েন্টিতে ছয় নম্বরে প্রথম সেঞ্চুরি। স্যাম বিলিংসকে ছাপিয়ে এই পজিশনে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন বেলজিয়ামের শাহেরিয়ার বাট।
বেলজিয়াম, চেক রিপাবলিক ও স্বাগতিক লাক্সেমবার্গকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শনিবার বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন শাহেরিয়ার। চেক রিপাবলিকের বিপক্ষে তিনি ৫০ বলে অপরাজিত থাকেন ১২৫ রানে। বাউন্ডারি থেকেই আসে ৯৮ রান। ৯টি ছক্কার পাশে চার ১১টি।
পাকিস্তানে জন্ম নেওয়া ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান ক্রিজে যাওয়ার সময় বেলজিয়াম ছিল বিপদে। ৮ ওভারে ৪১ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা দলটির ত্রাতা অধিনায়ক। পরের ১২ ওভারে ১৫৬ রান যোগ করে বেলজিয়াম, এর ১২৫ রানই আসে তার ব্যাট থেকে।
ছয় নম্বরে আগের সর্বোচ্চ ছিল ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান বিলিংসের। গত বছর ক্যারিবিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ বলে তিনি করেছিলেন ৮৭ রান।
৬ উইকেটে ১৯৭ রান করা বেলজিয়াম জেতে ৪৬ রানে। চেক রিপাবলিক ৮ উইকেটে করে ১৫১ রান।
এদিনই আরেক ম্যাচে স্বাগতিক লাক্সেমবার্গের বিপক্ষে পাঁচে নেমে ৪৫ বলে ৭ ছক্কা ও চারটি চারে অপরাজিত ৮১ রান করেন শাহেরিয়ার।
৮ উইকেটে ১৬৫ রান করা বেলজিয়াম জেতে ৩৭ রানে। লাক্সেমবার্গ ৮ উইকেটে থমকে যায় ১২৮ রানে।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ