৯ ছক্কায় পোলার্ডের ৭২

কাইরন পোলার্ড যখন ব্যাটিংয়ে নামলেন, পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল দল। জয়ের জন্য চাই ওভারপ্রতি ১১ রানের বেশি। সেখান থেকে কী দুর্দান্ত এক ইনিংসই না খেললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ঝড়ো ইনিংসে দলকে রোমাঞ্চকর জয় উপহার দিয়ে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2020, 07:11 PM
Updated : 29 August 2020, 07:11 PM

সিপিএলে শনিবার বারবাডোজ ট্রাইডেন্টসের ১৪৮ রান তাড়ায় এক বল বাকি থাকতে ২ উইকেটে জিতেছে পোলার্ডের নেতৃত্বাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স। অধিনায়ক ২৮ বলে করেন ৭২ রান। ইনিংসে ৯ ছক্কার পাশে চার ২টি।

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে লক্ষ্য তাড়ায় ১৩তম ওভারে ত্রিনবাগো ৬২ রানে ৫ উইকেট হারানোর পর ক্রিজে আসেন পোলার্ড। ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান মুখোমুখি হওয়া প্রথম বলেই ছক্কায় ওড়ান হেইডেন ওয়ালশকে। পরের ওভারে রশিদ খানকে আরেকটি।

শেষ ৪ ওভারে ত্রিনবাগোর প্রয়োজন ছিল ৬৬ রান। ১৭তম ওভারে রীতিমতো তাণ্ডব চালান পোলার্ড। ওয়ালশের শেষ পাঁচ বলে হাঁকান চারটি ছক্কা। ১৯তম ওভারে টানা দুই ছক্কায় ওড়ান জেসন হোল্ডারকে।

শেষ ওভারে ১৫ রানের প্রয়োজনে রেমন রিফারের প্রথম বলে ছক্কা হাঁকানোর পর দ্বিতীয় বলে দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে যান পোলার্ড। পরের বলে আসে এক রান। চতুর্থ বল ছক্কায় উড়িয়ে পরের বলে এক রান নিয়ে জয় নিশ্চিত করেন ক্যারি পিয়ের।