এবারের আইপিএল শেষ রায়নার

আইপিএলের পুরো আসরেই সুরেশ রায়নাকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। ব্যক্তিগত কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2020, 06:24 AM
Updated : 29 August 2020, 09:42 AM

চেন্নাই ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ শনিবার এক টুইটে রায়নাকে আসন্ন আসরে না পাওয়ার খবর নিশ্চিত করেন।

“ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরে গেছেন, আইপিএলের এবারের আসরের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না। এই সময়ে সুরেশ ও তার পরিবারের প্রতি চেন্নাইয়ের সম্পূর্ণ সমর্থন থাকবে।”

রায়নার ভারত ফেরত যাওয়া চেন্নাইয়ের জন্য আরেকটি বড় ধাক্কা। করোনাভাইরাস পরীক্ষার পর গত বৃহস্পতিবার দলটির অন্তত ১০ জনের রিপোর্ট পজিটিভ বলে খবর আসে। ভারতীয় গণমাধ্যম জানায়, এদের একজন ভারতীয় ক্রিকেটার বাকিরা নেট বোলার ও সাপোর্ট স্টাফ। 

গত ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রায়না আইপিএলে দারুণ সফল। চেন্নাইয়ের সাফল্যের অন্যতম কারিগর বাঁহাতি এই ব্যাটসম্যান। আইপিএলে তার চেয়ে বেশি রান আছে কেবল বিরাট কোহলির।