৪ মাস মাঠের বাইরে পোপ

চোট পেয়ে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের মাঝপথে মাঠ ছাড়া অলি পোপের অস্ত্রোপচার প্রয়োজন। তরুণ এই ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যানের পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে চার মাস সময় লাগতে পারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2020, 05:43 PM
Updated : 28 August 2020, 05:43 PM

এক বিবৃতিতে শুক্রবার পোপের চোট পরিস্থিতি সম্পর্কে জানায় ইসিবি। আগামী জানুয়ারিতে সম্ভাব্য শ্রীলঙ্কা সফরের আগে ডানহাতি এই ব্যাটসম্যানের সেরে ওঠার প্রত্যাশা করছে বোর্ড।

সাউথ্যাম্পটনে পাকিস্তানের বিপক্ষে ড্র হওয়া তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন চোট পান ২২ বছর বয়সী পোপ। স্টুয়ার্ট ব্রডের ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডাইভ দিলে আঘাত লাগে তার কাঁধে। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় এই তরুণকে। গত বুধবার লন্ডনে স্ক্যান করানোর পর এলো এই সংবাদ।

ইংল্যান্ডের হয়ে ২০১৮ সালে টেস্ট অভিষেক হওয়া পোপ এখন পর্যন্ত এই সংস্করণে খেলেছেন ১৩টি ম্যাচ। ৩৭.৯৪ গড়ে এক সেঞ্চুরি ও পাঁচ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৬৪৫।