অস্ট্রেলিয়ায় দিবা-রাত্রির টেস্টকে আফগানিস্তানের ‘না’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2020 11:04 PM BdST Updated: 27 Aug 2020 11:42 PM BdST
-
ছবি: আফগানিস্তান ক্রিকেট
শঙ্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরের নতুন সূচি পেয়ে রোমাঞ্চিত আফগানিস্তান। একই সঙ্গে বাস্তবতা সামনে এনে দেশটি জানিয়েছে, এখনও দিবা-রাত্রির টেস্ট খেলতে প্রস্তুত নয় তারা। অস্ট্রেলিয়ায় লাল বলে খেলতে চায় দলটি।
প্রাথমিকভাবে ২১ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে আফগানিস্তানের প্রথম টেস্ট। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে ঠিক করা হয়েছে নতুন সূচি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরহিমজাই জানান, পার্থে আগামী ৭ ডিসেম্বর শুরু হবে দুই দেশের প্রথম টেস্ট।
ম্যাচের আগে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে আফগানিস্তান দলকে।
ম্যাচটি হওয়ার কথা দিবা-রাত্রির। কিন্তু আব্দুলরহিমজাই বৃহস্পতিবার ক্রিকবাজকে জানান, গোলাপি বলে খেলতে প্রস্তুত নন তারা। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে এরই মধ্যে অনুরোধও করেছে এসিবি।
“অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্টটি আমরা ডিসেম্বরে খেলতে যাচ্ছি। যেহেতু আমরা আগে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলিনি, তাই তাদের কাছে আমরা অনুরোধ করেছি দিবা-রাত্রির টেস্টের বদলে সাধারণ টেস্ট ম্যাচ খেলতে। অস্ট্রেলিয়া সফরের আগে আমরা আরব আমিরাতে ক্যাম্প করব এবং একমাত্র টেস্টের আগে সেখানে আমরা অনুশীলন ম্যাচ খেলার প্রত্যাশা করছি।”
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’