সেরা দশে অ্যান্ডারসন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2020 06:09 PM BdST Updated: 26 Aug 2020 06:11 PM BdST
পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন জেমস অ্যান্ডারসন। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন ইংল্যান্ডের এই পেসার।
সাউথ্যাম্পটনে মঙ্গলবার ড্র হওয়া ম্যাচে প্রথম ইনিংসে ক্যারিয়ারে ২৯তম বারের মতো ৫ উইকেট নেন অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেওয়ার পথে টেস্ট ইতিহাসে প্রথম পেসার হিসেবে স্পর্শ করেন ৬০০ উইকেটের মাইলফলক। পরদিন আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে আটে ওঠেন ৩৮ বছর বয়সী এই পেসার।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের জ্যাক ক্রলি। ৫৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৮তম স্থানে আছেন তিনি। ২২ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান সিরিজ শুরু করেছিলেন র্যাঙ্কিংয়ে ৯৫তম স্থানে থেকে। সিরিজে ২ ম্যাচে করেন ৩২০ রান। এর মধ্যে শেষ টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে খেলেন ২৬৭ রানের অসাধারণ এক ইনিংস।
সেটিরই প্রভাব পড়ল র্যাঙ্কিংয়ে। মাত্র আট টেস্ট খেলেই র্যাঙ্কিংয়ে এখন ইংল্যান্ডের চতুর্থ সেরা ব্যাটসম্যান তিনি। তার ওপরে আছেন কেবল বেন স্টোকস, জো রুট ও জস বাটলার।
কিপার-ব্যাটসম্যান বাটলারেরও উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে। সিরিজের শেষ টেস্টে দলের একমাত্র ইনিংসে ১৫২ রান করে ডানহাতি এই ব্যাটসম্যান নয় ধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন। এখনকার ৬৩৭ রেটিং পয়েন্ট তার সর্বোচ্চ হলেও সেরা অবস্থান ১৮তম, যেখানে পৌঁছেছিলেন ২০১৮ সালের নভেম্বরে।
পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক আজহার আলি ১১ ধাপ এগিয়ে ২৩তম স্থানে আছেন। প্রথম ইনিংসে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ব্যক্তিগত কারণে সিরিজের শেষ দুই টেস্টে না খেলা বেন স্টোকস অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের কাছে। দুজনের মধ্যে ব্যবধান কেবল এক পয়েন্টের। ব্যাটসম্যান ও বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যথারীতি অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও প্যাট কামিন্স।
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের