৬০০ উইকেটের ঠিকানায় অ্যান্ডারসন

কিছুটা বাড়তি বাউন্স পাওয়া বলটা আজহার আলির ব্যাটের কানায় লেগে স্লিপে জমা পড়ল জো রুটের হাতে। জেমস অ্যান্ডারসনের নাম উঠে গেল রেকর্ড বইয়ে। এই উইকেট নিয়েই প্রথম পেসার হিসেবে স্পর্শ করলেন ৬০০ টেস্ট উইকেটের মাইলফলক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2020, 03:57 PM
Updated : 25 August 2020, 04:36 PM

সাউথ্যাম্পটনে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ছিল ৫৯৯। আগের রাতের বৃষ্টিতে মঙ্গলবার শেষ দিনে খেলা শুরু হওয়া নিয়েই জেগেছিল শঙ্কা। দীর্ঘ অপেক্ষা শেষে তৃতীয় সেশনে খেলা শুরুর পর অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি অ্যান্ডারসনকে। নিজের ১৪তম ডেলিভারিতে ৩৮ বছর বয়সী ইংলিশ পেসার পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়।

গ্লেন ম্যাকগ্রার রেকর্ড ৫৬৩ উইকেট ছাড়িয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে টেস্ট ইতিহাসের সফলতম পেসার হয়ে যান অ্যান্ডারসন। এরপর থেকেই কেবল সমৃদ্ধ করে চলেছেন রেকর্ড। সেই ধারাবাহিকতায় এবার পূর্ণ করলেন ৬০০ উইকেট।

পেসার-স্পিনার মিলিয়েই অ্যান্ডারসনের ওপরে আছেন কেবল তিন জন। ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়ে চূড়ায় শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট ভারতের অনিল কুম্বলের।

৬০০ উইকেট নিতে সবচেয়ে বেশি ম্যাচ লাগল অবশ্য অ্যান্ডারসনেরই, ১৫৬তম ম্যাচে স্পর্শ করলেন মাইলফলক। সবচেয়ে কম ১০১ ম্যাচ লেগেছিল মুরালিধরনের। কুম্বলের ১২৪ ও ওয়ার্নের লেগেছিল ১২৬ ম্যাচ।