মোলসের জায়গায় আফগান ক্রিকেট পরিচালক আহমাদজাই

পুনর্গঠনের মধ্য দিয়ে যাওয়া আফগানিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে রাইস আহমাদজাইকে। অ্যান্ডি মোলসের জায়গায় এলেন আফগানদের সাবেক এই অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2020, 01:14 PM
Updated : 24 August 2020, 01:14 PM

আফগানিস্তান ক্রিকেটে নানা ভূমিকায় থাকা মোলস গত অক্টোবরে ‘ডিরেক্টর অব ক্রিকেট’ এর দায়িত্বও পান। সংক্রমণ থেকে সেরে উঠতে গত এপ্রিলে বাঁ হাটুর নিচে কেটে ফেলতে হয় সাবেক এই ইংলিশ ক্রিকেটারের পা।

পা হারালেও মনোবল হারাননি মোলস, আত্মবিশ্বাসী ছিলেন কাজ চালিয়ে যেতে। তাকে এবার সরিয়ে দিল বোর্ড। এক বিবৃতি দিয়ে সোমবার তার জায়গায় আহমাদজাইয়ের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন আহমাদজাই। বিভিন্ন টেকনিক্যাল পজিশনে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে তার। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পরের বছরই থেমে যায় তার ক্যারিয়ার। দেশের হয়ে খেলেছেন পাঁচটি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি।