সহ-অধিনায়কত্ব হারিয়ে হতাশ কেয়ারি

অস্ট্রেলিয়ার সীমিত ওভার ক্রিকেটের সহ-অধিনায়কত্ব হারিয়েছেন অ্যালেক্স কেয়ারি। স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ এই কিপার-ব্যাটসম্যান। তবে তার পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2020, 11:09 AM
Updated : 22 August 2020, 11:09 AM

২০১৮ সালে জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে সাদা বলের ক্রিকেটে দুই জন করে সহ-অধিনায়ক রাখার নিয়ম করেন। গত দুই বছর প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে এই দায়িত্ব পালন করে আসছিলেন কেয়ারি।

কিন্তু কিছু দিন আগে একজন সহ-অধিনায়ক রাখার প্রথাগত নিয়মে ফিরে গেছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বরের ইংল্যান্ড সফরে অ্যারন ফিঞ্চের সহকারী হিসেবে থাকবেন কেবল কামিন্স।

সিরিজটি সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কেয়ারি জানালেন, সহ-অধিনায়কত্ব হারানোর কোনো প্রভাব তার খেলায় পড়বে না।

“এক্ষেত্রে (সহ-অধিনায়কত্ব হারালে) যে কেউই কিছুটা হলেও হতাশ হবে। তবে গত ২৪ মাস ওই ভূমিকায় থাকার যে সুযোগ পেয়েছি, এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আশা করি, আমি এখনও উৎফুল্ল থাকব এবং মুখে হাসি নিয়ে দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

“পুরনো মডেলে ফিরে যাচ্ছি আমরা। প্যাট কামিন্স দারুণ একজন নেতা। অবশ্যই অ্যারন ফিঞ্চও দারুণ। আমার কাছে এই সিদ্ধান্ত পরিষ্কার এবং আমি এর সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করছি।”

অস্ট্রেলিয়ার হয়ে ৩৬ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি খেলেছেন ২৮ বছর বয়সী কেয়ারি।