মোদীর চিঠি, ধোনির কৃতজ্ঞতা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2020 12:14 PM BdST Updated: 21 Aug 2020 12:14 PM BdST
ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির প্রভাব ও অবদানের কথা বিস্তারিত উল্লেখ করে খোলা চিঠিতে কিংবদন্তি এই অধিনায়কের প্রতি সম্মান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবেগঘন সেই চিঠি দেখে আপ্লুত ধোনি জবাবে জানিয়েছেন কৃতজ্ঞতা।
রাঁচির মতো ছোট্ট ও ক্রিকেটে অনগ্রসর একটি শহর থেকে উঠে এসে ধোনি যেভাবে ভারতীয় ক্রিকেটে রাজত্ব করেছেন, সেটি চিঠিতে উল্লেখ করেছেন মোদী।
“ আমরা কোত্থেকে উঠে এসেছি, সেটির কোনো ব্যাপার নয়, যতক্ষণ আমরা জানি যে গন্তব্য কোথায়। এই চেতনাই আপনি ছড়িয়ে দিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন অসংখ্য তরুণকে।”
“ ছোট্ট একটি শহর থেকে আপনি জাতীয় পর্যায়ে উঠে এসেছেন, নিজের নাম বানিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতকে গর্বিত করেছেন।”
দটি বিশ্বকাপ ও একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভারতকে নেতৃত্ব দেওয়া, দলকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে আনা, নেতৃত্ব ও ব্যক্তিত্ব দিয়ে দলকে পাল্টে দেওয়া, মানসিকতা বদলে দেওয়া, কোটি কোটি তরুণকে স্বপ্ন দেখানো, মাঠের ভেতরে-বাইরে সার্বিক প্রভাব, ধোনির জীবনের সবই উঠে এসেছে প্রধানমন্ত্রীর চিঠিতে। শত কোটি ভারতীয়র পক্ষ থেকে ধোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোদী।
ধোনি প্রধানমন্ত্রীর চিঠির জবাব দিয়েছেন টুইটারে।
“ একজন শিল্পী, সৈনিক ও ক্রীড়াবিদের চাওয়া থাকে স্বীকৃতি। তাদের কঠোর পরিশ্রম ও ত্যাগ যেন সবাই খেয়াল করে এবং মূল্যায়ন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ আপনার মূল্যায়ন ও শুভ কামনা জানানোর জন্য।”
গত শনিবার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা আনুষ্ঠানিকভাবে জানান ধোনি। সেদিনই একটু পর অবসরের ঘোষণা দেন আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। আলাদা চিঠিতে রায়নাকেও ধন্যবাদ জানিয়েছেন মোদী।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’