সিপিএলের প্রথম দিনে ব্যাটে-বলে উজ্জ্বল নারাইন-রশিদ

বল হাতে টি-টোয়েন্টিতে বরাবরই ব্যাটসম্যানদের যম সুনিল নারাইন ও রশিদ খান। নানা সময়ে নিজেদের ব্যাটিং সামর্থ্যও দেখিয়েছেন দুজন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নতুন মৌসুমের প্রথম দিনে দুজনই জ্বলে উঠলেন ব্যাটে-বলে। বড় অবদান রাখলেন তারা দলের জয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2020, 06:08 AM
Updated : 19 August 2020, 11:46 AM

করোনাভাইরাস পরিস্থিতিতে অনেক আয়োজন ও নানা সতর্কতার মধ্য দিয়ে সিপিএল টি-টোয়েন্টির এবারের আসর শুরু হয়েছে মঙ্গলবার। এবার গোটা টুর্নামেন্টই হচ্ছে ত্রিনিদাদে। প্রথম ম্যাচে নারাইনের অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। আরেক ম্যাচে রশিদ খান ও মিচেল স্যান্টনারের নৈপুণ্যে জয় দিয়ে আসর শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন বারবাডোজ ট্রাইডেন্টস।

ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তোলে ৫ উইকেটে ১৪৪ রান। ৪৪ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংসে এবারের আসরের প্রথম ফিফটি উপহার দেন শিমরন হেটমায়ার। রস টেইলরের ব্যাট থেকে এসেছে ২১ বলে ৩৩।

৪ ওভারে ১৯ রান দিয়ে নারাইন নেন ২ উইকেট। এরপর রান তাড়ায় ওপেনিংয়ে নেমে তিনি খেলেন ২৮ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস। ২ বল বাকি রেখে ত্রিনবাগো জিতে যায় ৪ উইকেটে।

পরের ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে বারবাডোজ ২০ ওভারে করতে পারে ৯ উইকেটে ১৫৩ রান। ৮ রানে দল ৩ উইকেট হারানোর পর উইকেটে গিয়ে অধিনায়ক জেসন হোল্ডার করেন ২২ বলে ৩৮। কাইল মেয়ার্সের ব্যাট থেকে আসে ২০ বলে ৩৭।

শেষ দিকে স্যান্টনার করেন ১৮ বলে ২০, দশ নম্বরে নেমে রশিদ অপরাজিত থাকেন ২০ বলে ২৬ রানে।

পরে বল হাতেও এই দুজন ছিলেন দলের সেরা। বাঁহাতি স্পিনে ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন স্যান্টনার, লেগ স্পিনার রশিদের ২ উইকেট ২৭ রানে। সেন্ট কিটস অ্যান্ড নেভিস থমকে যায় ১৪৭ রানে।