ধোনির যে দুটি ঘটনা কখনও ভুলবেন না লক্ষণ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2020 06:31 PM BdST Updated: 17 Aug 2020 07:14 PM BdST
দীর্ঘ ক্যারিয়ারে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে অনেক ম্যাচ খেলেছেন ভিভিএস লক্ষণ । ধোনির নেতৃত্বে খেলেছেন ৩৪ টেস্ট। মাঠের ভেতরে-বাইরে দুজনের আছে অসংখ্য স্মৃতি। তবে দুটি ঘটনা আলাদা করে দাগ কেটে আছে লক্ষণের হৃদয়ে। ধোনির বিদায়ের পর মজার সেই দুটি ঘটনা শোনালেন তিনি।
এক বছরেরও বেশি সময় ধরে ক্রিকেটের বাইরে থাকার পর গত শনিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ধোনি। পর দিন স্টার স্পোর্টসের একটি আয়োজনে স্মৃতি হাতড়ে ভারতীয় কিংবদন্তির বিশেষ দুটি ঘটনা তুলে ধরেন লক্ষণ।
২০০৫ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেক হয় ধোনির। এক মাস পর পাকিস্তান সফরে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৪৮ রানের সেই ইনিংস খেলার পরই নাকি সবাইকে অবাক করে দিয়ে টেস্ট ক্রিকেট ছাড়ার কথা বলেন ধোনি। পরে অবশ্য নেননি চূড়ান্ত সিদ্ধান্ত।
“এমএস ধোনির দুটি ঘটনা আমি কখনও ভুলব না। প্রথমটি হলো, যখন সে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদে প্রথম টেস্ট সেঞ্চুরি করে। আমার এখনও মনে আছে, সে ড্রেসিং রুমে ফিরে চিৎকার করে বলছিল, ‘আমি অবসরের ঘোষণা দিতে যাচ্ছি, আমি এমএস ধোনি, টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছি, এটাই যথেষ্ট! টেস্ট ক্রিকেট থেকে আমার আর কিছু চাওয়ার নেই।’ এটা শুনে আমরা হতভম্ব ও বিস্মিত হয়ে গিয়েছিলাম। তবে এমএস ধোনি সবসময় এমনই ছিল।”
২০০৮ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে অনিল কুম্বলে অবসর নিলে ভারতের টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয় ধোনিকে। সে সময় আরেকটি কাণ্ড ঘটিয়ে সবাই অবাক করে দেন তিনি। ২০১২ সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা লক্ষণ মনে করেন, এভাবেই জীবন উপভোগ করতেন ভারতের সাবেক অধিনায়ক।
“দ্বিতীয় ঘটনাটি ছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টের সময়। সে ছিল ভারতের অধিনায়ক, কারণ অনিল কুম্বলে দুই ম্যাচ আগে (মূলত আগের ম্যাচে) দিল্লিতে অবসরের ঘোষণা দেয়। এমএস ধোনি বাস ড্রাইভারকে বলল, পেছনে গিয়ে বসতে আর সে মাঠ থেকে হোটেল পর্যন্ত দলের বাস চালিয়ে নিল। আমরা সবাই খুব অবাক হয়েছিলাম। ভারত দলের অধিনায়ক, টিম বাস চালাচ্ছে!”
“এভাবেই সে জীবন উপভোগ করত। তার ভাবনা এমন ছিল, ক্রিকেটার হিসেবে মাঠে প্রয়োজনীয় সব কিছু করতে হবে, কিন্তু মাঠের বাইরে সবকিছুই ছিল খুব স্বাভাবিক।”
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের