‘আপনি সবসময়ই আমার অধিনায়ক’, ধোনিকে কোহলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2020 09:23 PM BdST Updated: 16 Aug 2020 09:23 PM BdST
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আন্তর্জাতিক পথচলা শুরু বিরাট কোহলির। পরে তিনিই হন ধোনির অধিনায়ক। পূর্বসূরির প্রতি অগাধ শ্রদ্ধা কোহলির। জানালেন, ধোনি সবসময়ই তার অধিনায়ক হয়ে থাকবেন।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা কোহলি লম্বা সময় খুব কাছ থেকে দেখেছেন ধোনিকে। দুই জনের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, গাঢ় হয়েছে বিশ্বাস। শনিবার ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ব্যক্তিগতভাবে তাকে নিয়ে আবেগী এক টুইট করেন কোহলি। রোববার বিসিসিআইয়ের টুইটে অধিনায়ক হিসেবে জানালেন, পূর্বসূরিকে নিয়ে নিজের ভাবনার কথা।
“জীবনের অনেক মুহূর্তে অনুভূতি প্রকাশে শব্দ কম পড়ে যায় এবং আমার মনে হয়, এটা তেমনই একটি মুহূর্ত। আমি কেবল এটা বলতে পারি, আপনি সবসময়ই সেই ব্যক্তি, যে বাসের শেষ সিটে বসত, খুব বেশি কিছু বলতো না। তবে আপনার উপস্থিতিই অনেক কিছু বলে দিত।”
“আমার জন্য আপনি সবসময়ই ওইরকম থাকবেন এবং আপনি নিজেও তাই থাকবেন। আমাদের মধ্যে পরস্পরের প্রতি আস্থা, বন্ধুত্ব ও বোঝাপড়া ছিল। কারণ আপনি সবসময় একই লক্ষ্য নিয়ে খেলতেন, দল জেতানোর লক্ষ্য। আপনার সঙ্গে এবং ক্যারিয়ারের প্রথম দিকে আপনার অধীনে খেলা আনন্দের ছিল।”
সময়ের সেরা খেলোয়াড়দের একজন কোহলি ফিরে তাকালেন তার ক্যারিয়ার শুরুর সময়টার দিকে। সেদিন ধোনি যে আস্থা তার উপর রেখেছিলেন সেটা এখনও ছুঁয়ে যায় ভারতীয় অধিনায়ককে।
“আপনি আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছেন, এর জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আপনার জীবনের পরবর্তী অধ্যায় যেন শান্তিময় ও সুখকর হয়, সেই কামনা করছি। আমি সবসময় বলে আসছি এবং আবারও বলব, আপনি সবসময়ই আমার অধিনায়ক হয়ে থাকবেন।”
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন