‘দা হানড্রেড’ খেলতে ধোনিকে ওয়ার্নের প্রস্তাব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2020 09:18 PM BdST Updated: 16 Aug 2020 09:18 PM BdST
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে না ছাড়তেই বাইরের লিগে খেলার প্রস্তাব পেয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট ‘দা হানড্রেড’ এ লন্ডন স্পিরিট দলে ভারতীয় সাবেক অধিনায়ককে চান শেন ওয়ার্ন। মজার ছলেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার জানালেন, ধোনিকে পেতে যত টাকাই লাগুক জোগাড় করবেন তিনি।
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ধোনি শনিবার অবসরের ঘোষণা দেন। এ দিন ম্যানচেস্টারে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের তৃতীয় দিনের খেলায় স্কাই স্পোর্টসের ধারাভাষ্য কক্ষে ছিলেন লন্ডন স্পিরিটের প্রধান কোচ ওয়ার্ন। ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সংবাদ শুনে সঙ্গে সঙ্গে অন-এয়ারে ভারতীয় সাবেক কিপার-ব্যাটসম্যানকে এই প্রস্তাব দেন তিনি।
এ বছরই হওয়ার কথা ছিল দা হানড্রেড। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টুর্নামেন্টটি পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। কেবল মাত্র অবসর নেওয়ার পর বাইরের টি-টোয়েন্টি বা টি-টেনে খেলতে বিসিসিআইয়ের অনুমতি পেতে পারেন ভারতীয় ক্রিকেটাররা। তাই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ায় বাইরের লিগে খেলার দুয়ার খুলেছে সীমিত ওভারের ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার ধোনির। আর এই সুযোগ কাজে লাগাতে চাইছেন ওয়ার্ন।
“আমি কেবল ভাবছিলাম, তাকে (মহেন্দ্র সিং ধোনি) যদি দা হানড্রেডে লন্ডন স্পিরিটে নিতে পারতাম। আমার এমএস ধোনিকে কল করতে হবে এবং লর্ডসে এসে সে খেলতে চায় কিনা সেটা দেখতে হবে।”
“ঠিক আছে, এমএস, তুমি যদি আইপিলের বাইরে খেলা চালিয়ে যেতে চাও, তুমি কি পরের বছর দা হানড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলবে?”
ওয়ার্নের এমন প্রস্তাব শুনে ধোনির জন্য বাজেটের কথা জানতে চান পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
“ওয়ার্নি, আমি যদি এমএস ধোনি হতাম, তাহলে জিজ্ঞাস করতাম, তোমার বাজেট কত?” সঙ্গে সঙ্গে ওয়ার্নের উত্তর, “আমি অর্থ জোগাড় করব, এমএস!”
ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে ১০ হাজার রান করা পাঁচ ক্রিকেটারের একজন ধোনি। সব মিলিয়ে খেলেছেন ৩৫০ ওয়ানডে, ৫০.৫৭ গড়ে রান করেছেন ১০ হাজার ৭৭৩। সেঞ্চুরি ১০টি, হাফ সেঞ্চুরি ৭৩টি। টি-টোয়েন্টি খেলেছেন ৯৮টি। রান করেছেন এক হাজার ৬১৭, গড় ৩৭.৬০, হাফ সেঞ্চুরি দুটি।
ছয় বছর আগে টেস্ট থেকে বিদায় নেওয়া ধোনি এই সংস্করণে খেলেছেন ৯০ ম্যাচ। ছয় সেঞ্চুরি ও ৩৩ হাফ সেঞ্চুরিতে করেছেন চার হাজার ৮৭৬ রান, গড় ৩৮.০৯।
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের
- ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’