চলে গেলেন ভারতের সাবেক ওপেনার চেতন চৌহান

ভারতের সাবেক ওপেনার চেতন চৌহান আর নেই। লাইফ সাপোর্টে থাকা এই ক্রিকেটার রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2020, 01:57 PM
Updated : 16 August 2020, 01:57 PM

গত ১২ জুলাই করোনাভাইরাস পরীক্ষায় চৌহানের পজিটিভ আসে। এরপর হাসপাতালে থেকে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে। কিন্তু শুক্রবার রাতে হঠাৎ তার শরীর ভীষণ খারাপের দিকে গেলে গুরুগ্রামের একটি স্থানীয় হাসপাতালে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

১৯৬৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন চৌহান। দীর্ঘ দিন ভারতের উদ্বোধনী জুটিতে কিংবদন্তি সুনিল গাভাস্কারের সঙ্গী ছিলেন তিনি। টেস্টে শুরুর জুটিতে ৫৯ ইনিংসে ৫৩.৭৫ গড়ে দুজন রান করেন ৩ হাজার ১০, যেখানে জুটির সেঞ্চুরি ১০টি।

ভারতের হয়ে ৪০ টেস্ট খেলেছেন চৌহান। ১৬ হাফ সেঞ্চুরিতে রান করেছেন দুই হাজার ৮৪, গড় ৩১.৫৭। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭টি ওয়ানডেও খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০.২২ গড়ে ১১ হাজারের বেশি রান ডানহাতি এই ব্যাটসম্যানের।