‘ধোনির মতো কেউ আসবে না’
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2020 11:52 PM BdST Updated: 15 Aug 2020 11:52 PM BdST
তার অবসর নিয়ে আলোচনা চলছিন অনেক দিন ধরেই। তবে শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে অনেকটা আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের জার্সি গায়ে আর দেখা যাবে না তাকে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়কের অবসরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তার বন্দনা।
ধোনির নেতৃত্বেই ক্যারিয়ারের শেষ বেলায় এসে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন শচিন টেন্ডুলকার। যেটিকে এই ব্যাটিং কিংবদন্তি বলছেন তার জীবনের সেরা মুহূর্ত।
“এমএস ধোনি, ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অমূল্য। একসঙ্গে ২০১১ বিশ্বকাপ জেতা আমার জীবনের সেরা মুহূর্ত। জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য তোমার ও তোমার পরিবারের জন্য শুভকামনা।”
২০১১ বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য বীরেন্দর শেবাগের মতে, ধোনির মতো কেউ আর কখনও আসবে না।
“তার মতো একজন খেলোয়াড় থাকা, মিশন ইম্পসিবল। এমএসের মতো না কেউ আছে, না কেউ ছিল, না কেউ আসবে। খেলোয়াড় আসবে, আবার চলে যাবে। তবে তার মতো শান্ত লোক আর আসবে না...।”
ধোনির পর ভারতীয় ক্রিকেটের নেতৃত্ব উঠেছে যার কাঁধে, সেই বিরাট কোহলিকে ছুঁয়ে যাচ্ছে আবেগ।
“সব ক্রিকেটারকে একদিন এই ভ্রমণ শেষ করতে হবে। কিন্তু খুব কাছের কেউ যখন এই ঘোষণা দেয়, আবেগটা আরও বেশি ছুঁয়ে যায়। দেশের জন্য আপনি যা করেছেন, তা সবসময় সবার হৃদয়ে থাকবে...।”
সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন ধোনিকে স্বাগত জানিয়েছেন সাবেক ক্রিকেটারদের ক্লাবে।
“অবসর নেওয়াদের ক্লাবে তোমাকে স্বাগতম, এমএস ধোনি! কী জাদুকরী এক ক্যারিয়ার!”
বিশ্বকাপ জয়ের পাশাপাশি ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল শিরোপা জিতেছেন রবিচন্দ্রন অশ্বিন। এই স্পিনার স্মরণ করলেন সেসব।
“কিংবদন্তি সবসময় তার নিজস্ব স্টাইলে অবসর নেয়। এমএস ধোনি ভাই, আপনি দেশের জন্য সবকিছু দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, ২০১১ বিশ্বকাপ জয়, চেন্নাইয়ের হয়ে আইপিএল জয়, সবসময় আমার স্মৃতিতে থাকবে। ভবিষ্যতের জন্য শুভকামনা।”
গত মাসে ভাই ক্রুনাল পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ভাড়া করা বিমানে রাঁচিতে ধোনির ফার্মহাউজে গিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এই অলরাউন্ডারের কাছে ধোনি সবচেয়ে বড় অনুপ্রেরণা।
“এমএস ধোনি কেবল একজনই আছেন। আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হওয়ার জন্য আমার বন্ধু এবং বড় ভাইকে ধন্যবাদ। ভারতের জার্সিতে আপনার সঙ্গে খেলা মিস করব। তবে আমি নিশ্চিত, আপনি সবসময় আমার জন্য থাকবেন এবং আমাকে পথ দেখাবেন।”
সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার স্মরণ করলেন ক্রিকেটে ধোনির অবদান।
“মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তাকে ছাড়া ক্রিকেটের গল্পটা কখনোই পূর্ণতা পাবে না। কী একজন কিংবদন্তি!”
বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম প্রশংসায় ভাসালেন একমাত্র অধিনায়ক হিসেবে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ধোনিকে।
“খেলাটির একজন কিংবদন্তি...একজন দুর্দান্ত নেতা, দারুণ উইকেটকিপার, দুর্দান্ত ফিনিশার, একজন দারুণ মানুষ, এত এত গুণাবলী...আপনাকে স্যালুট এবং ধন্যবাদ মাহি ভাই।”
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’