অনুশীলনে যোগ দিচ্ছেন তামিম-মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2020 05:01 PM BdST Updated: 15 Aug 2020 06:31 PM BdST
দুই দিন বিরতির পর ক্রিকেটারদের একক অনুশীলন আবার শুরু হচ্ছে রোববার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন করে অনুশীলনে যুক্ত হচ্ছেন তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।
দেশের পাঁচ ভেন্যুতে চলবে অনুশীলন। আলাদা করে সবার সময় বেঁধে দিয়ে শনিবার পাঁচ দিনের সূচি প্রকাশ করেছে বিসিবি।
পেটের সমস্যার কারণে এর আগে অনুশীলনে যোগ দেননি তামিম। বাঁহাতি এই ব্যাটসম্যান চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডনেও।
আগে থেকে শুরু করা সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক, ইমরুল কায়েস, আফিফ হোসেন, সাদমান ইসলাম, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব যথারীতি অনুশীলন চালিয়ে যাবেন মিরপুরে।
মিরপুরের অনুশীলনে ব্যাটসম্যান যারা আছেন, তারা ইনডোর ও ইনডোরের আউটারে ব্যাটিং করতে পারবেন। রানিং ও জিমের জন্য ব্যবহার করতে পারবেন মূল মাঠ। বোলাররা বোলিং, রানিং ও জিমের জন্য ব্যবহার করবেন একাডেমি মাঠ।
চট্টগ্রামের জহুর আমেদ চৌধুরি স্টেডিয়ামে অফ স্পিনার নাঈম হাসানের সঙ্গে অনুশীলন করবেন যথারীতি দুই ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি ও ইরফান শুক্কুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবেন তিন পেসার সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের মতোই থাকছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও দুই স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও মেহেদি হাসান। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তর সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ও ব্যাটসম্যান সাব্বির রহমান।
নারী ক্রিকেটারদের মধ্যে গত সপ্তাহে মিরপুরে শুরু করা ব্যাটার শারমিন আক্তার সুপ্তা, কিপার-ব্যাটার শামিমা সুলতানা, পেসার জাহানারা আলম, পেস বোলিং অলরাউন্ডার লতা মণ্ডল ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারও অনুশীলন করবেন এখানে।
খুলনায় অনুশীলন করবেন দুই অলরাউন্ডার বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ ও টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন।
চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ভেন্যুতে থাকছেন না নারী ক্রিকেটারদের কেউ। বগুড়ায় অনুশীলন করবেন অফ স্পিনার খাদিজা তুল কুবরা ও ব্যাটার শারমিন সুলতানা। এ ছাড়া রংপুরে অনুশীলন করবেন ব্যাটার ফারজানা হক, সোবহানা মুস্তারি ও সানজিদা ইসলাম।
-
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চট্টগ্রাম কারাগার থেকে পালানো রুবেল ধরা পড়লেন নরসিংদীতে
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’