গত বছর তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়সরফরাজকে। বাদ পড়েন দল থেকে। ইংল্যান্ড সফর দিয়ে জাতীয় দলে ফেরেন ৩৩ বছর বয়সী এইক্রিকেটার। অনুমিতভাবেই শনিবার শেষ হওয়া ম্যানচেস্টার টেস্টের একাদশে সুযোগমেলেনি। ইউটিউব চ্যানেল ‘ক্রিকেট বাজ’ এ রমিজ তুলে ধরলেন, কেন সরফরাজের টেস্ট ক্রিকেটকে বিদায় বলা উচিত।
“সরফরাজকে এটি নিয়ে চিন্তাভাবনা করার,টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার এবং কেবল সাদা বলের ক্রিকেটেমনোযোগ দেওয়ার পরামর্শ দেব। সাদা বলের ক্রিকেটে সে ভালো এবং তার আগ্রাসনের জন্যপরিচিত।”
“শিগগিরই টেস্ট ক্রিকেটে তার সুযোগ দেখছিনা। তাই তার উচিত সাদা বলের ক্রিকেটে মনোযোগ দেওয়া, যেখানেসে খেলবে, একই সঙ্গে সম্মানও পাবে।”
“এতে কোনো সমস্যা নেই। কারণ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে না খেললেও জেমস অ্যান্ডারসন পানিটেনেছিল। কিন্তু আমাদের ক্রিকেট সংস্কৃতিতে এই বিষয়গুলিকে ভালোভাবে দেখা হয় নাএবং সেটা যদি কোনো সাবেক অধিনায়কের ক্ষেত্রে হয়।”
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রথম পছন্দের কিপার হিসেবেটেস্ট খেলছেন মোহাম্মদ রিজওয়ান। সরফরাজকে দলে রেখে রিজওয়ানের ওপর চাপ বাড়ানো উচিতনয় বলেও মনে করেন পাকিস্তানের হয়ে ৫৭ টেস্ট খেলা রমিজ।