টেস্ট দল থেকে সরে গেলেন লরেন্স

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ব্যক্তিগত কারণে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের ড্যান লরেন্স। আত্মীয়ের মৃত্যুতে ‘জীবাণুমুক্ত’ পরিবেশ ছেড়ে গেছেন এই ব্যাটিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2020, 09:23 AM
Updated : 11 August 2020, 09:24 AM

এক বিবৃতি দিয়ে সোমবার লরেন্সকে দ্বিতীয় টেস্টে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী বৃহস্পতিবার সাউথ্যাম্পটনে শুরু হবে ম্যাচটি। প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

দেশের হয়ে কোনো সংস্করণে এখনও অভিষেক হয়নি ২৩ বছর বয়সী লরেন্সের। পাকিস্তানের সিরিজের প্রথম টেস্টের রিজার্ভ দলে ছিলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ অভিজ্ঞ লরেন্স। এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছেন কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে। ৩৮.৪২ গড়ে রান করেছেন তিন হাজার ৮০৪, সেঞ্চুরি ১০টি।

এদিকে, পরিবারের সঙ্গে দেখা করতে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে বাকি দুই টেস্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

লরেন্সের বদলি হিসেবে কাউকে দলে যোগ করেনি ইসিবি।