হতাশায় ধোনিকে বিমার মেরেছিলাম: শোয়েব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2020 08:32 PM BdST Updated: 08 Aug 2020 08:52 PM BdST
গতির ঝড়ে ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেওয়ায় জুড়ি ছিল না শোয়েব আখতারের। কিন্তু চৌদ্দ বছর আগে এক টেস্টে তরুণ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে পেরে উঠছিলেন না তিনি। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলারের আগুনে গোলার বিপক্ষে আরও দুর্দান্ত ব্যাটিং করছিলেন ভারতীয় এই কিপার-ব্যাটসম্যান। হতাশায় শেষ পর্যন্ত ধোনিকে ইচ্ছাকৃত বিমার ছুঁড়েছিলেন শোয়েব!
২০০৬ সালে জানুয়ারিতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলা ফয়সালাবাদ টেস্টে এই কাণ্ড করেন শোয়েব। ইউটিউবে ভারতের সাবেক ব্যাটসম্যান ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়ার সঙ্গে আলাপচারিতায় শুক্রবার সেই গল্প শোনান পাকিস্তানের সাবেক গতিময় এই পেসার।
পাকিস্তানে সেই সফরে যাওয়ার মাত্র এক মাস আগে টেস্ট অভিষেক হয় ধোনির। সঙ্গে ছিল তিন টেস্ট খেলার অভিজ্ঞতা। সেখানে গিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাননি ব্যাটিংয়ের সুযোগ। দ্বিতীয় টেস্টেই অবশ্য তা পুষিয়ে দেন এই কিপার-ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। খেলেন ১৪৮ রানের দারুণ এক ইনিংস।
ধোনি যেখানে ব্যাট হাতে আলো ছড়াচ্ছিলেন, শোয়েব সেখানে ছিলেন নিস্প্রভ। দীর্ঘদিনের পায়ের চোট নিয়ে বোলিং করে ওই ইনিংসে ২৫ ওভারে ১০০ রান দিয়ে নিয়েছিলেন মাত্র এক উইকেট। ভারতীয় এই ব্যাটসম্যানের বিপক্ষেও ছিলেন ব্যর্থ। সব মিলিয়ে হতাশ হয়ে গিয়েছিলেন পাকিস্তানি সাবেক পেসার।
“১৯৯৭ সাল থেকে আমার হাঁটু অকেজো হয়ে গিয়েছিল। তবুও লড়াই চালিয়ে খেলে গেছি। নিয়মিত ইনজেকশন নেওয়া লাগত। মনে আছে, যখন ভারত পাকিস্তানে এসেছিল আমার সামনের পায়ের ফিবুলা ভাঙা ছিল। এমএস ধোনি ফয়সালাবাদে সেঞ্চুরি করেছিল।”
“মনে হয়, ফয়সালাবাদে আমি আট-নয় ওভারের একটি স্পেল করেছিলাম। আমি মোটামুটি ভালো গতিতেই বোলিং করছিলাম, আর ধোনি সেঞ্চুরি করেছিল। আমি ইচ্ছা করেই তাকে একটি বিমার ছুঁড়েছিলাম এবং পরে ক্ষমা চেয়েছিলাম।”
পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ১৭৮ উইকেট নেওয়া শোয়েব বুঝতে পেরেছিলেন, এমন কাজ করা ঠিক হয়নি তার।
“ইচ্ছা করে বিমার করা আমার জীবনে সেটাই প্রথম ছিল। অমনটা করা আমার উচিত হয়নি। অনেক অনুতপ্ত ছিলাম। সে খুবই ভালো খেলছিল এবং উইকেটটি ছিল মন্থর। আর আমি যত জোরেই বল করছিলাম না কেন, সে আমাকে সমান হিংস্রতায় মেরে যাচ্ছিল। মনে হয়, আমি হতাশ হয়ে পড়েছিলাম।”
ক্যারিয়ারে ধোনির বিপক্ষে টেস্টে পাঁচবার মুখোমুখি হয়েছিলেন শোয়েব। খুব একটা সফল হতে পারেননি। ভারতীয় সাবেক অধিনায়ককে আউট করতে পেরেছিলেন কেবল একবার। ওয়ানডেতে অবশ্য সফল তিনি, পাঁচ বারের দেখায় তিন বার ধোনির উইকেট নিয়েছিলেন তিনি।
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’