আইরিশ পেসার লিটলের শাস্তি

ঝড় তোলা জনি বেয়ারস্টোকে বিদায় করার সময় ক্ষণিকের জন্য মেজাজ হারালেন জশ লিটল। ব্যবহার করে বসলেন বাজে ভাষা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের ওই কাণ্ডের জন্য শাস্তি পেলেন আইরিশ এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2020, 04:06 PM
Updated : 2 August 2020, 04:06 PM

লিটলকে তিরস্কার করেছে আইসিসি। সঙ্গে পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও।

সাউথ্যাম্পটনে শনিবার ২১২ রান তাড়া করা ইংল্যান্ডের ইনিংসের ১৬তম ওভারের ঘটনা। ৪১ বলে ৮২ রান করা বেয়ারস্টোকে কট বিহাইন্ড করে থামান লিটল। ইংলিশ ব্যাটসম্যানকে আউট করার পর বাজে ভাষা ব্যবহার করেন তিনি। আর এতেই পড়েন বিপাকে।

ম্যাচ শেষে আম্পায়াররা অভিযোগ আনেন লিটলের বিরুদ্ধে। ম্যাচ রেফারি ফিল হুইটিকেসের কাছে এই পেসার অপরাধ স্বীকার করায় প্রয়োজন হয়নি আনুষ্ঠানিক শুনানির।

সেই ম্যাচ ৪ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।