আইপিএলের জন্য উইন্ডিজ সফরের সময় পাচ্ছে না দ. আফ্রিকা!
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2020 09:18 PM BdST Updated: 01 Aug 2020 10:38 PM BdST
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে উন্মুখ ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আইপিএলের জন্য সেপ্টেম্বরে সময় বের করতে না পারা প্রোটিয়ারা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করেছে ক্যারিবিয়ান সফর।
দক্ষিণ আফ্রিকান বোর্ডের ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ জানান, একই সিদ্বান্ত নেওয়া হয়েছে শ্রীলঙ্কা সফর নিয়েও।
জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। এর আগে জুনে শ্রীলঙ্কায় খেলার কথা ছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দুটি সফরই বেশ আগেই স্থগিত করা হয়।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ সম্প্রতি জানান, ক্যারিবিয়ানে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট অথবা পাঁচটি টি-টোয়েন্টি আয়োজনের চেষ্টা করছেন।
আগামী ১০ সেপ্টেম্বর ত্রিনিদাদে শেষ হবে সিপিএল। এর নয় দিন পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএল। এক সংবাদ সম্মেলনে শনিবার স্মিথ জানান, আইপিএলে তাদের খেলোয়াড়দের ‘প্রয়োজন হবে’, এতে শিগগির দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
“ওয়েস্ট ইন্ডিজ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আমরা আইপিএলের সঙ্গে মিলিয়ে সময় বের করতে ভুগছি। দেখে মনে হচ্ছে, সেপ্টেম্বরের শুরু থেকেই (আইপিএলে) আমাদের খেলোয়াড়দের দরকার হবে। শ্রীলঙ্কা সফরও অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে।”
স্মিথের আশা পরিস্থিতির উন্নতি হলে নভেম্বরের থেকে টানা ক্রিকেট খেলে স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারা।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন