‘ওয়্যাগনারের মতো নিখুঁত হবে না ভারতীয়দের বাউন্সার’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2020 11:30 PM BdST Updated: 30 Jul 2020 11:52 PM BdST
শরীর তাক করা বাউন্সারে সবশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ান ব্যটসম্যানদের বেশ ভুগিয়েছেন নিল ওয়্যাগনার। ম্যাথু ওয়েড মনে করছেন, নিউ জিল্যান্ডের এই পেসারের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ভারতীয়রাও একই পথে হাঁটতে পারেন। তবে অস্ট্রেলিয়ান এই কিপার-ব্যাটসম্যানের বিশ্বাস, অতোটা কার্যকর হবেন না ভারতের পেসাররা।
চলতি বছরের শুরুতে তিন ম্যাচের টেস্ট সিরিজে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। সিরিজে সফরকারীরা হোয়াইটওয়াশড হলেও দারুণ সফল ছিলেন ওয়্যাগনার। বাঁহাতি এই পেসার ২২.৭৬ গড়ে নেন ১৭ উইকেট। দলের বাকিরা ৫৩.৩৯ গড়ে নিয়েছিলেন ২৮ উইকেট।
ওয়্যাগনারের বাউন্সারে বেশি ভুগেছিলেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। এই তিন জনকে সব মিলিয়ে সিরিজে ১০ বার আউট করেন সফরকারী পেসার।
২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথমবার সিরিজ জিতে এসেছিল ভারত। সেই সিরিজে অবশ্য ছিলেন না ওয়ার্নার, স্মিথ। চলতি বছরের শেষদিকে হতে যাওয়া সিরিজে এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে প্রতিপক্ষ হিসেবে পাবে তারা। আর তাদের বিরুদ্ধে ‘ওয়্যাগনার কৌশল’ ব্যবহারের কথা ভাবার সম্ভাবনা বেশি ভারতীয় পেসারদের।

“অস্ট্রেলিয়া সফরে অন্যান্য দল সম্ভবত এটির (বাউন্সার) চেষ্টা করবে, কিন্তু...সে (নিল ওয়্যাগনার) যেভাবে বাউন্সার দিয়েছে, যেমন ধারাবাহিক ছিল, রান দেয়নি আবার উইকেটও নিয়েছে, আমি মনে করি না, এমনটা আর কেউ করতে পেরেছে।”
“ভারতীয়দের থেকেও হয়তো কিছুটা এমন বোলিং দেখব আমরা, তবে ওয়্যাগনারের মতো এতোটা কার্যকর হবে বলে মনে হয় না। সে লম্বা সময় ধরে এমন বোলিং করে আসছে...সত্যি কথা বলতে আমি কখনো এমন বোলারের মুখোমুখি হইনি, যার বাউন্সার এতো নিখুঁত।”
নিউ জিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৪৮ টেস্ট খেলেছেন ওয়্যাগনার। উইকেট নিয়েছেন ২০৬টি। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে আইসিসির টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন