৭ ধাপ এগিয়ে ৩ নম্বরে ব্রড

ক্যারিয়ারে দুর্দান্ত একটি সিরিজ পার করলেন স্টুয়ার্ট ব্রড। দুই টেস্ট খেলেই হয়েছেন সিরিজ সেরা। স্পর্শ করেছেন ৫০০ টেস্ট উইকেটের মাইলফলক। তার দারুণ পারফরম্যান্সের প্রতিফলন মিলেছে আইসিসির টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে। সাত ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন এই ইংলিশ পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 01:34 PM
Updated : 29 July 2020, 01:48 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা তিন ম্যাচের সিরিজের শেষ টেস্টে তিনি ম্যাচ সেরার পুরস্কার জেতেন ১০ উইকেট নিয়ে। ইংল্যান্ডের দ্বিতীয় ও টেস্ট ইতিহাসের সপ্তম বোলার হিসেবে পেয়েছেন ৫০০ উইকেটের স্বাদ।

প্রায় চার বছর আগে, ২০১৬ সালের অগাস্টেও একবার তিন নম্বরে উঠেছিলেন ব্রড।

শীর্ষ দশে ইংল্যান্ডের একমাত্র বোলার ব্রড। শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ব্রডের আগে ও পরে আছেন যথাক্রমে নিউ জিল্যান্ডের দুই পেসার নিল ওয়্যাগনার ও টিম সাউদি।

সিরিজে ৩০.১০ গড়ে ১০ উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার আছেন পাঁচে।

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বড় দুটি পরিবর্তন হলো ররি বার্নস ও অলি পোপের উন্নতি। ১৩ ধাপ এগিয়ে সপ্তদশ স্থানে উঠে এসেছেন বার্নস আর ২৪ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে পোপ।