আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী বরখাস্ত

চুক্তির মেয়াদ বাকি ছিল দুই বছর। তার আগেই বরখাস্ত হলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা লুতফুল্লাহ স্টানিকজাই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 10:02 AM
Updated : 28 July 2020, 10:02 AM

এসিবি সোমবার এক বিবৃতিতে জানায়, অব্যবস্থাপনা, অসন্তোষজনক পারফরম্যান্স ও ম্যানেজারদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে স্টানিকজাইয়ের চুক্তি বাতিল করা হয়েছে।

এর আগে তাকে মৌখিক ও লিখিতভাবে সতর্কও করে দেওয়া হয়েছিল, বলা হয়েছে এসিবির বিবৃতিতে। শূন্য হওয়া পদের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি দেবে বোর্ড।

বোর্ডের এমন পদক্ষেপে বিস্মিত হয়েছেন স্টানিকজাই। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর কাছে স্টানিকজাই দাবি করেন, বিষয়টি বোর্ডের কাছ থেকে নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন তিনি।

এর আগে মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করা স্টানিকজাই গত বছরের জুলাইয়ে তিন বছরের জন্য প্রধান নির্বাহীর দায়িত্ব পেয়েছিলেন।