লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু ২৮ অগাস্ট

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল গুঞ্জন। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। লঙ্কা প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর শুরু হবে আগামী ২৮ অগাস্ট। ২০১২ সালের পর শ্রীলঙ্কার প্রথম কোনো বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে যাচ্ছে এটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2020, 05:45 PM
Updated : 27 July 2020, 06:07 PM

শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটির সভা শেষে সোমবার পাঁচ দলের এই টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ জানানো হয়।

সবকিছুই নির্ভর করছে অবশ্য সরকার ও স্বাস্থ্য বিভাগের অনুমতি পাওয়ার ওপর। যদিও এক মাসের বেশি সময় ধরে শ্রীলঙ্কায় কারফিউ কিংবা লকডাউন নেই।

৭০ জন বিদেশি ক্রিকেটার ও ১০ শীর্ষ কোচ এই টুর্নামেন্টে তাদের থাকার কথা নিশ্চিত করেছেন, বলা হয়েছে লঙ্কান বোর্ডের বিবৃতিতে।

টুর্নামেন্টের দলগুলি হলো কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা। ম্যাচ হবে ২৩টি। দেশের চারটি ভেনুতে খেলা হবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।