শান্তর নতুন অভিজ্ঞতা

ক্রিকেটে পথচলা শুরুর পর এমন সময় আর আসেনি নাজমুল হোসেন শান্তর জীবনে। কোনো কাজ ছাড়া বাড়িতে মাসের পর মাস বসে থাকার অভিজ্ঞতা এই প্রথম তরুণ টপ অর্ডার ব্যাটসম্যানের। তিন-চার মাসেই হাঁপিয়ে উঠেছেন তিনি। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2020, 12:55 PM
Updated : 25 July 2020, 07:40 PM

গত মার্চে আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে সবশেষ খেলেন শান্ত। করোনাভাইরাসের প্রার্দুভাবে প্রথম রাউন্ড শেষেই বন্ধ হয়ে যায় প্রতিযোগিতা। পরে রাজশাহীতে ফিরে যান ২১ বছর বয়সী এই ক্রিকেটার।

সেখানেই শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সম্প্রতি শুরু হয়েছে একক অনুশীলন। শনিবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় এই তরুণ নিজের অভিজ্ঞতার কথা জানান।     

“অনেক ভালো লাগছে, অনেক দিন পর মাঠে এসে অনুশীলন করতে পারলাম। কখনোই এমন হয়নি যে, তিন-চার মাস বাসায় বসে ছিলাম। নতুন এক অভিজ্ঞতা। অনেক দিন পর মাঠে এসে অনুশীলন করতে পেরে অনেক আনন্দিত এবং অনেক উপভোগ করলাম।”