ফিটনেস ধরে রাখতে মিরাজের ব্যস্ত সময়

ক্রিকেট ফেরার অপেক্ষা যেন অসহনীয় হয়ে উঠেছে। খেলার জন্য উন্মুখ হয়ে আছেন মেহেদী হাসান মিরাজ। অপেক্ষার এই সময়ে ফিটনেস ধরে রাখতে জিম ও মাঠে ব্যস্ত সময় কাটছে তরুণ অফ স্পিনিং অলরাউন্ডারের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2020, 11:17 AM
Updated : 25 July 2020, 03:09 PM

বিসিবির তত্ত্বাবধানে দেশের বিভিন্ন মাঠে একক অনুশীলন করছেন ক্রিকেটাররা। শুরুর দিন থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চলছে মিরাজের প্রস্তুতি।

বিসিবির শনিবার পাঠানো এক ভিডিও বার্তায় মিরাজ জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন তিনি।

“লম্বা সময় পর মাঠে অনুশীলন করার সুযোগ পেয়েছি। বর্তমানে যে সংকটময় পরিস্থিতি চলছে, আমি মনে করি দ্রুতই আমরা সেটা কাটিয়ে উঠতে পারব। আশা করি, খুব দ্রুত ক্রিকেটে ফিরব এবং খুব তাড়াতাড়ি খেলাধুলা শুরু হয়ে যাবে।”

“আমি এখন ফিটনেস নিয়ে কাজ করছি। কেননা শেষ তিন মাসের মতো সময় ঘরে বসে ছিলাম। এখন একটা ভালো সুযোগ হয়েছে। এখন চেষ্টা করছি যতটুকু সম্ভব নিজের ফিটনেস ধরে রাখার জন্য। জিম, মাঠ যতটুকু ব্যবহার করা যায়, করছি।”