ইংল্যান্ড যাচ্ছেন আমির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2020 01:09 AM BdST Updated: 24 Jul 2020 01:09 AM BdST
দ্বিতীয় দফা কোভিড-১৯ পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে মোহাম্মদ আমিরের। ইংল্যান্ড সফরের ছাড়পত্র পেয়েছেন পাকিস্তানের বাঁহাতি এই ফাস্ট বোলার।
এক বিবৃতিতে বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, শুক্রবার ইংল্যান্ড উড়াল দেবেন আমির।
সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে শুরুতে ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন আমির। সন্তান জন্মের সম্ভাব্য তারিখ ছিল অগাস্টে। তবে গত শুক্রবার দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি। এরপরই তাকে দলে যোগ করার সিদ্ধান্ত নেয় পিসিবি।
মূলত, তরুণ পেসার হারিস রউফের জায়গায় আমিরকে দলে ফিরিয়েছে পাকিস্তান। কোভিড-১৯ পরীক্ষার ফল বেশ কয়েকবার পজিটিভ আসার পর ১০ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয় হারিসকে।
ইংল্যান্ড পৌঁছে সেলফ-আইসোলেশনে থাকতে হবে আমিরকে। সেখানে দুবার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এলেই কেবল দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।
ম্যানচেস্টারে আগামী ২৮ অগাস্ট শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে