চোট পেয়ে মাঠের বাইরে পাকিস্তানের খুশদিল

বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরা পড়েছে পাকিস্তানের মিডল-অর্ডার ব্যাটসম্যান খুশদিল শাহর। সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2020, 02:45 PM
Updated : 19 July 2020, 02:45 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার এক বিবৃতিতে জানায়, ডার্বিতে গত শনিবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় চোট পান খুশদিল।

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে পাকিস্তান দলের নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা চার দিনের প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি। খেলতে পারবেন না আগামী ২৪ জুলাই শুরু হতে যাওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও। তবে আগামী সপ্তাহের শেষ দিকে তিনি শারীরিক অনুশীলন শুরু করতে পারবেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।

ইংল্যান্ড সফরে পাকিস্তান খেলবে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি খেলা খুশদিলকে দলে নেওয়া হয়েছে মূলত এই সংস্করণের জন্য। আগামী ৫ অগাস্ট শুরু হবে টেস্ট সিরিজ, ২৮ অগাস্ট টি-টোয়েন্টি।