দলে যোগ দিতে বাধা নেই পাকিস্তানের কাশিফের

দলের সঙ্গে পুনরায় যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন কাশিফ ভাট্টি। ইংল্যান্ডে গিয়ে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসায় এই বাঁহাতি স্পিনারকে থাকতে হয়েছিল সেলফ-আইসোলেশনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2020, 01:44 PM
Updated : 16 July 2020, 01:44 PM

পরবর্তীতে দুইবার পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসায় কাশিফকে দলের সঙ্গে আবারও যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করানো কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ আসায় ইংল্যান্ড সফরের প্রথম দুই ধাপের দলে ছিলেন না ৩৩ বছর বয়সী কাশিফ। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে দুইবার পরীক্ষায় নেগেটিভ আসার সাপেক্ষে তৃতীয় ধাপে ইংল্যান্ডে যান তিনি। সফরে তার সঙ্গে গিয়েছিলেন ইমরান খান, হায়দার আলি ও স্টাফ মালাং আলি।

ইংল্যান্ডে আসার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে করা পরীক্ষায় আবারও পজিটিভ আসে কাশিফের। এ কারণেই মাঝে নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছিলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আগামী ৫ অগাস্ট শুরু হবে টেস্ট সিরিজ। সীমিত ওভারের সিরিজ শুরু হবে ২৮ অগাস্ট থেকে।