স্থগিত হয়ে গেল এশিয়া কাপ

একের পর এক সিরিজ পিছিয়ে যাওয়ার মিছিলে কেবল এশিয়া কাপ নিয়েই সামান্য আশার আলো ছিল। সেটিও নিভে গেল। করোনাভাইরাস পরিস্থিতিতে স্থগিত হয়ে গেল এবারের এশিয়া কাপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 01:20 PM
Updated : 9 July 2020, 01:20 PM

আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এবারের আসর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়া। এই আসর এখন আগামী জুনে আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে এসিসি।

এবারের আসরের আয়োজক দেশ ছিল পাকিস্তান। এসিসি জানিয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে তারা বদল করেছে আয়োজনের অধিকার। আগামী বছর এশিয়া কাপ তাই হবে শ্রীলঙ্কায়, ২০২২ সালের আসরের আয়োজক দেশ পাকিস্তান।

এবারের মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে যাবে না বলে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজন করার কথা শোনা যাচ্ছিল। তবে শ্রীলঙ্কার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় পরে আলোচনায় উঠে আসে তাদের নাম। শেষ পর্যন্ত হলো না কিছুই।

এসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজনে এসিসি বোর্ডের আগ্রহ থাকলেও বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা, কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা, স্বাস্থ্য ঝুঁকি, সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তা, ইত্যাদি নানা বাস্তবতা বিবেচনা করে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকায় এশিয়া কাপও ছিল টি-টোয়েন্টি সংস্করণে। তবে অক্টোবরে অনুষ্ঠেয় ২০ ওভারের বিশ্বকাপও পিছিয়ে যাওয়া এখন মনে করা হচ্ছে কেবল সময়ের ব্যাপার।