‘নিজের মতো করে করো’, স্টোকসকে রুট

চার শব্দের ছোট্ট একটা বার্তা। নেতৃত্বের অভিষেকের আগে এটাই সেরা পরামর্শ বেন স্টোকসের কাছে। প্রথম টেস্টে নেতৃত্ব দিতে যাওয়া এই অলরাউন্ডারকে নিয়মিত অধিনায়ক জো রুট বলেছেন, নিজের মতো করে দায়িত্ব পালন করতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2020, 03:42 PM
Updated : 7 July 2020, 03:42 PM

সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে আছেন রুট। ২০১৪ সালের পর এই প্রথম ইংল্যান্ডের কোনো টেস্টে খেলছেন না তিনি। সহ-অধিনায়ক স্টোকস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন দেশকে।

সাউথ্যাম্পটনে বুধবার শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আগের দিন সংবাদ সম্মেলনে স্টোকস জানালেন, কী পরামর্শ দিয়ে গেছেন রুট।

“গতকাল টেস্ট ব্লেজার পরে ছবি তোলা শেষে আমি সবচেয়ে সেরা বার্তাটা পেয়েছি। রুটি (জো রুট) ব্লেজারের হ্যাঙ্গারে একটা বার্তা লিখে গেছে, লেখা ছিল, ‘নিজের মতো করে করো’।”

“আমি তার ওপর খুব বেশি নির্ভর করছি না, তবে আমি জানি যখনই টেস্ট শুরু হবে, সে বাসা থেকে দেখবে। যদি আমার প্রয়োজন হয়, জানি তার ফোন আমার জন্য সবসময় উন্মুক্ত।”