নেতৃত্বেই মনোযোগ স্টোকসের

আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকের আগে কত কিছু খেলা করছে বেন স্টোকসের মনে। সেসব এক পাশে রেখে এই অলরাউন্ডার মনোযোগ দিতে চান দায়িত্বের দিকে। ব্যাটে-বলে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে চান সিরিজে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2020, 12:19 PM
Updated : 7 July 2020, 12:19 PM

নিয়মিত অধিনায়ক জো রুট ছুটিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ্যাম্পটন টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টোকস। ডেইলি মিররে সোমবার নিজের কলামে স্টোকস এই ম্যাচ নিয়ে নিজের ভাবনার কথা জানান।

“আমার জন্য বিশেষ একটি দিন হতে যাচ্ছে। দারুণ গর্বের। তবে আমার মনোযোগ থাকবে দায়িত্বের দিকে, আনুষঙ্গিক বিষয়ে নয়। একটি টেস্টের জন্য নেতৃত্ব পেয়েছি, আমি চাই সর্বোচ্চটা দিতে।”

দলের জন্য স্টোকস সব সময় নিবেদিত। ব্যাটে-বলে দলের নেতাদের একজন। দল অন্তঃপ্রাণ একজন হিসেবে সতীর্থদের কাছে একটাই চাওয়া, শতভাগ নিবেদন।

“এই সপ্তাহে আমি দলের কাছে একটা জিনিসই আশা করছি, সেটা হলো ম্যাচের পাঁচদিন শতভাগ নিবেদিত থাকা। কারণ মানসম্মত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে জয়ের আশায় আছি, সেটা পেতে দলের প্রত্যেকের সর্বোচ্চ প্রচেষ্টার দরকার হবে।”

আগামী বুধবার শুরু হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।