সৌরভকে স্ট্রাইক নিতে জোর করতেন টেন্ডুলকার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2020 12:24 PM BdST Updated: 06 Jul 2020 12:28 PM BdST
ব্যাট হাতে ওয়ানডে ক্রিকেটের ধারা বদলে দিয়েছিলেন শচিন টেন্ডুলকার। গড়েছেন অসাধারণ সব কীর্তি। রেকর্ড বইয়ে তার জয়জয়কার। কিন্তু একটি জায়গায় সেই তিনিই থাকতেন গুটিয়ে, কখনোই শুরুতে স্ট্রাইক নিতে চাইতেন না! টেন্ডুলকারের দীর্ঘদিনের উদ্বোধনী জুটির সঙ্গী সৌরভ গাঙ্গুলি শোনালেন সেই গল্প।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সফলতম জুটি টেন্ডুলকার ও সৌরভ। ২৬টি সেঞ্চুরি জুটি গড়েছেন দুজন, জুটিতে তুলেছেন ৮ হাজার ২২৭ রান। দুটিই রেকর্ড। সফল এই পথচলার বেশির ভাগই এসেছে ইনিংসের শুরুতে জুটি বেঁধে। উদ্বোধনী জুটিতে দুজন ২১ সেঞ্চুরিতে করেছেন ৬ হাজার ৬০৯ রান। এখানেও তাদের কাছাকাছি নেই কোনো জুটি।
সৌরভ এখন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি। বোর্ডের অফিসিয়াল টুইটারে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে তার কথোপকথনে উঠে এলো সেই জুটির প্রসঙ্গ। মায়াঙ্ক জানতে চেয়েছিলেন, “এটা কি উড়ো খবর নাকি সত্যি যে, ইনিংস শুরু করার সময় শচিন সবসময় আপনাকে স্ট্রাইক নিতে জোর করতেন?”
মায়াঙ্কের প্রশ্ন পুরো শেষ হওয়ার আগেই মুচকি হাসিতে সৌরভ দিতে শুরু করলেন জবাব।
“সবসময় সে জোর করেছে, সবসময়…। তার জবাব তৈরিই থাকত। মাঝেমধ্যে তাকে বলতাম, ‘তোমারও তো কখনও কখনও প্রথম বল খেলা উচিত, আমিই সবসময় খেলি!’ তার দুটি উত্তর ছিল এই প্রসঙ্গে। একটি হলো, ফর্ম যখন ভালো, তখন নন-স্ট্রাইকে থেকেই চালিয়ে যাওয়া উচিত। আবার ফর্ম যখন ভালো থাকত না, তখন বলত, ‘আমার নন-স্ট্রাইকেই থাকা উচিত, তাতে চাপটা সরে যায়।’ ভালো-মন্দ, দুরকম ফর্মের জন্যই তার উত্তর তৈরি ছিল।”
টেন্ডুলকার যে একেবারেই স্ট্রাইক নেননি, তা অবশ্য নয়। তবে সেটি কিভাবে সম্ভব হয়েছিল, মজার সেই ঘটনাও শোনালেন সৌরভ।
“ কখনও কখনও মাঠে নামার সময় দ্রুত তাকে পাশ কাটিয়ে গিয়ে নন-স্ট্রাইকে দাঁড়ালেই কেবল সম্ভব ছিল। তখন সবাই টিভিতে দেখে ফেলেছে, সে স্ট্রাইক নিতে বাধ্য হতো। দু-একবার এরকম হয়েছে। আমি তাকে ছাড়িয়ে এগিয়ে গিয়ে নন-স্ট্রাইকে দাঁড়িয়ে গেছি।”
দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে সৌরভ ও অন্য সব সঙ্গী মিলিয়ে ৩৪০ ইনিংসে ওপেন করেছেন টেন্ডুলকার। তার মধ্যে নন-স্ট্রাইকেই ছিলেন ২৯৩ ইনিংসে। প্রথম বলটি খেলেছেন মাত্র ৪৭ বার।
-
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
-
গল টেস্টে অনায়াসেই জিতল ইংল্যান্ড
-
এই সিরিজে ভারতই সেরা, ওয়ার্নের রায়
-
‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
-
আনন্দে ভাসছেন শরিফুল, সুযোগের অপেক্ষায় হাসান-মেহেদি
-
জয়ের দুয়ারে ইংল্যান্ড
-
বাংলাদেশের স্পিন চতুষ্টয় ভুলছে না উইন্ডিজ
-
দুই সিরিজ পর কেন্দ্রীয় চুক্তির সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- কোভিডের দ্বিতীয় ঢেউ: জাপানে আত্মহত্যা বেড়েছে ১৬ শতাংশ
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ