দক্ষিণ আফ্রিকার অ্যাওয়ার্ডে ডি ককের জয়জয়কার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2020 10:55 AM BdST Updated: 05 Jul 2020 10:55 AM BdST
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হয়েছেন কুইন্টন ডি কক। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কিপার-ব্যাটসম্যান জিতেছেন আরও দুটি পুরস্কার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও ক্রিকেটারদের চোখে সেরা ক্রিকেটার।
মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন লরা উলভার্ট। ২১ বছর বয়সী এই ব্যাটারও পেয়েছেন মোট তিনটি স্বীকৃতি। মেয়েদের ওয়ানডেতে সেরা ক্রিকেটার তিনি, ক্রিকেটারদের চোখে সেরা ক্রিকেটারও।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল ভার্চুয়াল। ২০১৯-২০ মৌসুমের সেরাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে শনিবার রাতে।
দল হিসেবে দক্ষিণ আফ্রিকার জন্য গত মৌসুম ছিল ভীষণ হতাশার। বিশ্বকাপে চরম ব্যর্থ ছিল তারা। পরে টেস্ট সিরিজ হেরেছে ভারত সফরে, দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠে চারটি ওয়ানডে সিরিজে জিততে পেরেছে কেবল একটি। হতাশার এই সময়েও বেশ উজ্জ্বল ছিলেন ডি কক। টেস্ট ও টি-টোয়েন্টিতে তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী, ওয়ানডেতে দ্বিতীয়। পেয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে দলের নেতৃত্ব।
এই নিয়ে দ্বিতীয়বার বর্ষসেরা ক্রিকেটার হলেন ডি কক। আগেরবার পেয়েছিলেন ২০১৭ সালে। তার আগে একাধিকবার বর্ষসেরা হতে পেরেছেন জ্যাক ক্যালিস, মাখায়া এনটিনি, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও কাগিসো রাবাদা।
রাতটি স্মরণীয় হয়ে থাকবে লুঙ্গি এনগিদির জন্যও। বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের জোড়া খেতাব জিতেছেন এই পেসার। সেরা নতুন মুখ মনোনীত হয়েছেন ফাস্ট বোলার আনরিক নরকিয়া। সমর্থকদের ভোটে প্রিয় ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডেভিড মিলার।
মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন পেসার শাবনিম ইসমাইল।
-
মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
-
ঢাকায় গড়া ৭৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
-
বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে কুসল মেন্ডিস
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
ঢাকায় গড়া ৭৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
-
বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে কুসল মেন্ডিস
-
মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
সর্বাধিক পঠিত
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ