ক্যারিবিয়ান বোলিং আক্রমণ নিয়ে সতর্ক ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2020 05:02 PM BdST Updated: 27 Jun 2020 05:02 PM BdST
ক্যারিবিয়ানে খুব ভুগিয়েছিলেন কেমার রোচ, আলজারি জোসেফ, শ্যানন গ্যাব্রিয়েলরা। তাদের দারুণ বোলিংয়ের জন্য যে সিরিজ হেরে আসতে হয়েছিল মনে আছে জো রুটের। ইংলিশ টেস্ট অধিনায়ক জানালেন, ঘরের মাঠে তাদের মুখোমুখি হতে এবার প্রস্তুত তারা।
২০১৯ সালের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে ইংল্যান্ড। স্বাগতিকদের সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল পেসারদের। তিন টেস্টে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়ে রোচ হন সিরিজ সেরা। ১০ উইকেট নেন তরুণ জোসেফ, অভিজ্ঞ গ্যাব্রিয়েল নেন নয়টি।
এবার তাদের সঙ্গে ইংল্যান্ড সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে আছে বেশ কয়েকজন সম্ভাবনাময় পেসার। আগামী ৮ জুলাই সাউথ্যাম্পটন টেস্ট দিয়ে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রতিপক্ষের বোলিং আক্রমণের গভীরতা নিয়ে দলের সবাই সচেতন বলে বিবিসিকে জানিয়েছেন রুট।
“ওয়েস্ট ইন্ডিজের স্কিল এবং এই সিরিজে তারা কী করতে পারে, সে সম্পর্কে আমরা খুবই সচেতন। তাদের বোলিং আক্রমণ কতটা ভয়ানক হতে পারে, সেটা তো পরিষ্কার। আর তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসবের জন্য আমরা খুব ভালোভাবে প্রস্তুত।”
রুটের সম্ভাব্য অনুপস্থিতিতে আসছে সিরিজে ইংল্যান্ড দলের নেতৃত্বে দেখা যেতে পারে সহ-অধিনায়ক বেন স্টোকসকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম এক-দুই টেস্ট খেলতে নাও পারেন রুট।
-
দলের ক্ষুধায় মন ভরেছে তামিমের
-
আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
-
‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
-
প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
-
একটা সেঞ্চুরি চেয়েছিলেন তামিম
-
বেস-লিচের স্পিন বিষে ঘায়েল শ্রীলঙ্কা
-
৬ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে নিউ জিল্যান্ড
-
দলের প্রয়োজনের সময় রান করাতেই মুশফিকের আনন্দ
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন