পাকিস্তানের ইংল্যান্ড সফরে যাওয়ার দিন চূড়ান্ত

ইংল্যান্ড সফরে যাওয়ার দিন চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৮ জুন ম্যানচেস্টারের উদ্দেশে দেশ ছাড়বে দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2020, 11:12 AM
Updated : 20 June 2020, 11:12 AM

পিসিবি শনিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে। তবে অগাস্ট-সেপ্টেম্বরে হতে যাওয়া তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি।

ইংল্যান্ডে পৌঁছে ডার্বিশায়ারে পাকিস্তান দলকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। এ সময় অবশ্য নিজেদের প্রস্তুত রাখতে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট শুরু না হওয়ায় নিজেদের মধ্যে ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানিয়েছে পিসিবি।

সফরের জন্য এরই মধ্যে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলের সঙ্গে যাবেন না কেবল শোয়েব মালিক। ভারতে থাকা পরিবারের সঙ্গে দীর্ঘ পাঁচ মাস দেখা না করতে পারায় অভিজ্ঞ এই অলরাউন্ডারকে বিশেষ সুযোগ দিয়েছে পিসিবি। স্ত্রী-সন্তানের সঙ্গে সময় কাটিয়ে আগামী ২৪ জুলাই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ইংল্যান্ডে যাওয়ার পর তাকেও থাকতে হবে কোয়ারেন্টিনে।