‘কোহলির মতো নেতৃত্ব দেবে স্টোকস’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2020 12:49 PM BdST Updated: 18 Jun 2020 03:26 PM BdST
অধিনায়ক হিসেবে নিজের একটি ঘরানা তৈরি করতে পেরেছেন বিরাট কোহলি। মাঠে তিনি নেতৃত্ব দেন পারফরম্যান্স আর আগ্রাসী শরীরী ভাষা দিয়ে উদাহরণ তৈরি করে। ইংল্যান্ড অধিনায়ক জো রুটের বিশ্বাস, বেন স্টোকস হবেন সেই ঘরানার অধিনায়ক, কোহলির মতোই যিনি নেতৃত্ব দেবেন সামনে থেকে।
স্টোকসের নেতৃত্বগুণ নিয়ে আলোচনা রুটের সম্ভাব্য অনুপস্থিতির কারণে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম এক-দুই টেস্ট খেলতে নাও পারেন রুট। সেক্ষেত্রে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক স্টোকস।
স্টোকসের শৃঙ্খলার সমস্যা একসময় ছিল ইংল্যান্ডের বড় মাথাব্যথার কারণ। ড্রেসিং রুমে ঘুষি মেরে হাত ফাটানো, পানশালার বাইরে মারামারি করাসহ আরও অনেক ঝামেলায় জড়িয়েছেন। পরে অবশ্য নিজেকে গুছিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার। ইংলিশদের হৃদয় জয় করেছেন বিশ্বকাপ জয়ের নায়ক, অ্যাশেজ নায়ক হয়ে। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব ক্রিকেটে সময়ের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সে কারণেই। অধিনায়ক হিসেবে তিনি কেমন করবেন?
সনি টেন টিভিতে কথোপকথনে রুট জানালেন, অধিনায়ক স্টোকসের মাঝে তিনি দেখতে পাচ্ছেন কোহলির ছায়া।
“আপনারা দেখেছেন, বিরাট (কোহলি) মাঠে নেমে কীভাবে পারফর্ম করে এবং তার চাওয়া থাকে, সবাই তাকে অনুসরণ করবে। আমার ধারণা, বেন (স্টোকস) একইভাবে দলকে নেতৃত্ব দেবে।”
“সহ-অধিনায়ক হিসেবে এমনিতেও সে দলের বড় এক নেতা। দলের ভেতরে তার প্রতি শ্রদ্ধাবোধ প্রবল। খেলাটায় এর মধ্যেই সে এত কিছু করেছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, নেতৃত্ব দেওয়ার জন্য সে যথেষ্টরও বেশি যোগ্য।”
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা