‘ধোনির শক্তি আস্থা, কোহলির সহজাত প্রবৃত্তি’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2020 06:12 PM BdST Updated: 17 Jun 2020 06:27 PM BdST
ভারতের সফল অধিনায়কদের তালিকায় ওপরের দিকে থাকা মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির নেতৃত্ব খুব কাছ থেকে দেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। দুই অধিনায়কের শক্তির জায়গা আলাদাভাবে চোখে পড়েছে এই অফ স্পিনারের। তার মতে, ধোনির শক্তির জায়গা সতীর্থের প্রতি আস্থা আর কোহলির সহজাত প্রবৃত্তি।
জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে ক্রিকবাজের একটি আয়োজনে সাবেক অধিনায়ক ধোনি ও বর্তমান অধিনায়ক কোহলির নেতৃত্বের নানা দিক নিয়ে কথা বলেন অশ্বিন।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ২০১০ সালের আসরে বিজয়ী দল চেন্নাই সুপার কিংসের সদস্য ছিলেন অশ্বিন। সেবারই সতীর্থের ওপর অধিনায়ক ধোনির আস্থা কতটা, ধারণা পান এই স্পিনার। দলে মুত্তিয়া মুরালিধরনের মতো অভিজ্ঞ স্পিনার থাকা সত্ত্বেও গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ান দল ভিক্টোরিয়ার বিপক্ষে সুপার ওভারের দায়িত্ব সেই সময়ের তরুণ অশ্বিনের হাতে তুলে দিয়েছিলেন ধোনি।

অশ্বিনের কাছে দুঃস্বপ্নের মতো কাটে সেই ছয়টি বল। ডেভিড হাসির বিধ্বংসী ব্যাটিংয়ে যেন দিক হারিয়ে ফেলেন এই স্পিনার। তিন ছক্কায় ওই ওভারে আসে মোট ২২ রান। ম্যাচ হারে চেন্নাই।
তবুও অশ্বিনের ওপর বিশ্বাস হারাননি ধোনি। পরের দুই ম্যাচেও তাকে খেলান। ফাইনালে দক্ষিণ আফ্রিকার দল ওয়ারিয়র্সের বিপক্ষে সেই আস্থার প্রতিদান দেন তিনি। মিতব্যয়ী বোলিংয়ে ৪ ওভারে ১৬ রানে নেন ২ উইকেট।
“এখন আমি বলতে পারি, সেদিন যদি আমি অধিনায়ক থাকতাম, আগের ম্যাচের ঘটনার পর ওই তরুণের হাতে আবার বল তুলে দিতাম না। এরপরও ধোনি আমাকে বল করতে দিয়েছিলেন।”
২০১৫ সালের শ্রীলঙ্কা সফরে কোহলির ক্রিকেট জ্ঞান সম্পর্কে ধারণা পান অশ্বিন। গলে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করে ১০ উইকেট নেন তিনি। তবে কোহলির পরামর্শে প্রথম ইনিংসে লঙ্কান ব্যাটসম্যান জেহান মুবারককে শূন্য রানে আউট করার সেই স্মৃতি এখনও মনে পড়ে তার।

“আমাকে এসে বলল, ‘অ্যাশ, আমার মনে হয় তোমার শর্ট লেগেও একজন দরকার।’ আমি বললাম ঠিক আছে, লেগ স্লিপ থেকে সরিয়ে এখানে আনা যায়। সে বলল, ‘না, না, আমার মনে হয় লেগ স্লিপের সঙ্গে তোমার শর্ট লেগেও একজন রাখা উচিত।’ সে কাভারের ফিল্ডার সরিয়ে দিল। আমাকে বলল, যেমন খুশি বোলিং করতে, কিন্তু মাঠে কাভারে কোনো ফিল্ডার নেই সেটা খেয়াল রাখতে।”
“আমি বললাম, ‘বিরাট, কোনো কাভার নেই? বাঁহাতি ব্যাটসম্যানের জন্য বল বেরিয়ে যাবে, আর কোনো কাভার লাগবে না?’ তার ভাব এমন ছিল যে, ‘আরে বল করো, চার হলে হবে।’ আমিও বল করলাম। পিচে পড়ে সোজা গেল বলটি, এরপর সরাসরি শর্ট লেগ ফিল্ডারের হাতে। আমি শুধু ভাবছিলাম, সত্যিই এমনটা ঘটল?”
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন